ইতালির চলচ্চিত্র উৎসবের ফাইনালে ইরানি প্রামাণ্যচিত্র ‘নাফাস’
পার্সটুডে- ইতালিতে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চূড়ান্ত পর্বে স্থান করে নিয়েছে ইরানি প্রামাণ্যচিত্র ‘নাফাস’ বা নিঃশ্বাস।
ইতালিতে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া Nebrodi Cinema DOC international Festival নামক চলচ্চিত্র উৎসবটি সামাজিক ও পরিবেশগত সমস্যাবলী সম্পর্কে বেসরকারি চলচ্চিত্র নির্মাতাদের সাহায্য করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়। চলতি বছরের উৎসবটি ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পার্সটুডে ফার্সি জানিয়েছে, ইরানি চলচ্চিত্র নির্মাতা বেহজাদ রেজায়ি পরিকল্পিত, নির্দেশিত এবং প্রযোজিত ডকুমেন্টারি ‘নাফাস’ বা ‘নিঃশ্বাস’ এই নিয়ে ছয়টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছে।
এই ইরানি ডকুমেন্টারিটি এর আগে ৪৩তম প্যালাডিনো ডি'ওরো স্পোর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ‘অন্যান্য সিনেমা’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পায়। সেইসঙ্গে প্রামাণ্য চিত্রটি ১১তম তুর্কি সিল্ক রোড ফেস্টিভ্যাল, ইতালির নস্টালজিয়া চলচ্চিত্র উৎসব, ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল, ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল অফ আমেরিকা এবং ভারতের জয়পুরে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে।
ইরানি প্রামাণ্যচিত্র ‘নাফাস’-এ করোনা মহামারীর সময় মানুষের একাকীত্ব, যোগাযোগের অভাব এবং বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের ব্যক্তিগত জীবন, একাকীত্ব ও সৃজনশীলতার উপর করোনার প্রভাব তুলে ধরা হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।