ইসরাইলি বর্বরতা: ২০২২ সালের প্রথম ৫ মাসে ২০ ফিলিস্তিনির শাহাদাত
https://parstoday.ir/bn/news/world-i108242-ইসরাইলি_বর্বরতা_২০২২_সালের_প্রথম_৫_মাসে_২০_ফিলিস্তিনির_শাহাদাত
বর্বর ইসরাইলি সেনারা চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের ২০ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। এদের মধ্যে গত এক সপ্তাহ ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ হয়েছেন তিন ফিলিস্তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২২, ২০২২ ১৫:৪৫ Asia/Dhaka
  • জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাদের হানা (চলতি বছরের ছবি)
    জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাদের হানা (চলতি বছরের ছবি)

বর্বর ইসরাইলি সেনারা চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের ২০ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। এদের মধ্যে গত এক সপ্তাহ ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ হয়েছেন তিন ফিলিস্তিনি।

বিগত রমজান মাসের শুরু থেকে পশ্চিম তীরের বিভিন্ন শহরে বিশেষ করে জেনিন শহরে ইহুদিবাদীদের পাশবিক হামলা বেড়ে যায়। এ সময় ইসরাইলি সেনাদের বর্বরতার বিরুদ্ধে বিন্দুমাত্র প্রতিবাদ জানালেই ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় দখলদার সেনারা।

নিজ মাতৃভূমির দখলদারদের হাতে আর কতো রক্ত দেবে ফিলিস্তিনিরা?

এ সম্পর্কে শাহাব নিউজ জানিয়েছে, গতকাল ইহুদিবাদী সেনাদের গুলিতে জেনিন শরণার্থী শিবিরের ১৭ বছর বয়সি ফিলিস্তিনি কিশোর আমজাদ আল-ফায়েদ নিহত হন। এর মাধ্যমে ২০২২ সালের শুরু থেকে এ পর্যন্ত ইসরাইলি সেনাদের হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা ২০ জনে উন্নীত হলো। এদের মধ্যে অনেকে শাহাদাতপিয়াসী হামলা চালাতে গিয়ে শহীদ হয়েছেন।

দীর্ঘদিন ধরে গাজা উপত্যকার সংগ্রামী ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম চালিয়ে আসছিল। এতদিন গাজার তুলনায় জর্দান নদীর পশ্চিম তীর তুলনামূলক শান্ত ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ইসরাইলের নাকের ডগায় অবস্থিত পশ্চিম তীরের বিভিন্ন শহরে বিশেষ করে জেনিন শহরে প্রতিরোধ সংগ্রাম দানা বাধতে শুরু করেছে। মূলত ২০২১ সালের রমজান মাসের শেষদিকে ১২ দিনব্যাপী গাজা যুদ্ধের পর পশ্চিম তীরের পরিস্থিতি বদলে যেতে শুরু করে। চলতি বছর পশ্চিম তীরের সংগ্রামী ফিলিস্তিনি যুবকদের শাহাদাতপিয়াসী হামলায় বেশ কিছু ইহুদিবাদী হতাহত হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।