ফিনল্যান্ড ও সুইডেন প্রশ্নে তুরস্কের অবস্থানে পরিবর্তন নেই
https://parstoday.ir/bn/news/world-i108416-ফিনল্যান্ড_ও_সুইডেন_প্রশ্নে_তুরস্কের_অবস্থানে_পরিবর্তন_নেই
তুরস্ক সরকারের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, তাই দেশের নিরাপত্তা বিষয়ক উদ্বেগ নিরসন না হওয়া পর্যন্ত সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটো সামরিক জোটে যোগ দিতে পারবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৬, ২০২২ ১৭:০৪ Asia/Dhaka
  • তুর্কি কর্মকর্তাদের সঙ্গে ফিনল্যান্ড ও সুইডিশ প্রতিনিধিদলের বৈঠক
    তুর্কি কর্মকর্তাদের সঙ্গে ফিনল্যান্ড ও সুইডিশ প্রতিনিধিদলের বৈঠক

তুরস্ক সরকারের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, তাই দেশের নিরাপত্তা বিষয়ক উদ্বেগ নিরসন না হওয়া পর্যন্ত সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটো সামরিক জোটে যোগ দিতে পারবে না।

গতকাল (বুধবার) রাজধানী আঙ্কারায় ফিনল্যান্ড এবং সুইডেনের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের একথা বলেন ইব্রাহিম কালিন। এ বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তুরস্ক তড়িঘড়ি করবে না বলেও তিনি উল্লেখ করেন।

গতকাল সুইডেন ও ফিনল্যান্ডের প্রতিনিধিরা তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে পাঁচ ঘন্টা ধরে আলোচনা করেন। এর আগে গত সপ্তাহে স্ক্যান্ডিনেভিয়ান দেশ দুটি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য হওয়ার জন্য আবেদন করে।

দেশ দুটিকে ন্যাটোর সদস্য হতে হলে বর্তমান সমস্ত সদস্য দেশের সর্বসম্মতি সমর্থন দরকার হবে। কিন্তু তুরস্ক এরইমধ্যে হুঁশিয়ারি দিয়েছে যে, তুর্কি সরকার ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দেশ দুটি যদি আইনগত ব্যবস্থা না নেয় এবং ওই দুই দেশে অবস্থান করা পিকেকে গেরিলাদেরকে তুরস্কের কাছে হস্তান্তর না করে তাহলে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো জোটের সদস্য হওয়ার বিরুদ্ধে আঙ্কারা ভেটো দেবে। একসঙ্গে তুরস্কের ওপর ফিনল্যান্ড এবং সুইডেন যে অস্ত্র নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তা প্রত্যাহার করতে হবে বলেও দাবি জানিয়েছে তুর্কি সরকার।#

পার্সটুডে/এসআইবি/২৬