জুন ০৯, ২০২২ ১৬:০৬ Asia/Dhaka
  • ক্যালিফোর্নিয়ায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, ৪ মেরিন সেনা নিহত

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২২৪ জন মেরিন সেনা নিহত হয়েছে।

বিমানে মোট পাঁচজন আরোহী ছিলেন, তাদের একজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ফলে আরোহী পঞ্চম ব্যক্তির সন্ধানে সামরিক বাহিনীর অভিযান চলছে।

আমেরিকার তৈরি এমভি ২২-বি ওস্প্রে বিমান বিধ্বস্ত হয়েছে। এই বিমানটি হেলিকপ্টারের মতো উড্ডয়ন ও অবতরণ করতে পারে তবে আকাশে ঠিক বিমানের মতো উড়ে চলে। স্যান ডিয়েগোর মিরামার বিমান ঘাঁটির থার্ড মেরিন এয়ারক্রাফটের অধীনস্থ ছিল বিমানটি।

মেক্সিকো সীমান্ত থেকে ১৫ মাইল উত্তরে বিমানটি বিধ্বস্ত হয়

মেক্সিকো সীমান্ত থেকে ১৫ মাইল উত্তরে বিমানটি বিধ্বস্ত হয়। ওই এলাকায় মার্কিন নৌবাহিনীর পাইলটদেরকে প্রশিক্ষণ দেয়া হয়। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন বিমানটি বিধ্বস্তের কথা নিশ্চিত করেছে তবে এতে পারমাণবিক কোনো উপাদান থাকার কথা অস্বীকার করেছে।

গত এক সপ্তাহের মধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়া অঞ্চলে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিমান দুর্ঘটনা ঘটলো। গত সপ্তাহে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে মার্কিন নৌবাহিনীর একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছিল। এতে বিমানের পাইলট নিহত হন।#

পার্সটুডে/এসআইবি/৯

ট্যাগ