ইউক্রেনের ধরা পড়েছে মার্কিন যোদ্ধা, কি বলছে ওয়াশিংটন?
https://parstoday.ir/bn/news/world-i109328
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার দুই নাগরিক রাশিয়ার সেনাদের হাতে ধরা পড়েছে। গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর ওয়াশিংটন বলছে, বিষয়টি আমেরিকা পর্যবেক্ষণ করছে এবং গণমাধ্যমের খবর যদি সত্যি প্রমাণ হয় তাহলে এই দুই নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য যা কিছু করা দরকার, সরকার তার সবই করবে।” মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ কথা বলেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ১৬, ২০২২ ১৮:৪৩ Asia/Dhaka
  • আলেকজান্ডার ড্রিউক এবং আ্যান্ডি হিউন
    আলেকজান্ডার ড্রিউক এবং আ্যান্ডি হিউন

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার দুই নাগরিক রাশিয়ার সেনাদের হাতে ধরা পড়েছে। গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর ওয়াশিংটন বলছে, বিষয়টি আমেরিকা পর্যবেক্ষণ করছে এবং গণমাধ্যমের খবর যদি সত্যি প্রমাণ হয় তাহলে এই দুই নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য যা কিছু করা দরকার, সরকার তার সবই করবে।” মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ কথা বলেছেন।

ব্রিটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফ আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, সাবেক মার্কিন সেনা আলেকজান্ডার ড্রিউক এবং আ্যান্ডি হিউন গত সপ্তাহে রুশ সেনাদের হাতে ধরা পড়েছেন এবং তাদেরকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে আটক রাখা হয়েছে।

ব্রিটিশ পত্রিকাটি বলেছে, ইউক্রেন সংঘর্ষ শুরুর পর এই প্রথম মার্কিন কোনো যোদ্ধা রাশিয়ার সামরিক বাহিনীর হাতে ধরা পড়ল এবং বিষয়টি কূটনৈতিকভাবে খুবই স্পর্শকাতর।

সাবেক পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেন, ওয়াশিংটন এই দুই ব্যক্তির আটকের কথা নিশ্চিত করছে না, আবার অস্বীকারও করছে না। তবে তিনি বলেছেন, আটকের ঘটনা নিশ্চিত হতে পারলে তাদেরকে মুক্ত করার জন্য ওয়াশিংটন সব ধরনের প্রচেষ্টা চালাবে। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এ খবর যদি সত্যি হয়ে থাকে তাহলে তাদেরকে নিরাপদে দেশে ফেরত আনার জন্য আমরা সবকিছু করব।"#

পার্সটুডে/এসআইবি/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।