উজবেকিস্তান পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে ইরান: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/world-i110158-উজবেকিস্তান_পরিস্থিতির_ওপর_গভীর_নজর_রাখছে_ইরান_মুখপাত্র
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি চাফি বলেছেন, উজবেকিস্তান পরিস্থিতির ওপর গভীর নজর রেখেছে তেহরান। উজবেকিস্তানের কারাকালপাকস্তান অঞ্চলে সাম্প্রতিক সহিংসতায় ১৮ জন নিহত ও ২৪৩ জন আহত হওয়ার পর আজ (মঙ্গলবার) এ মন্তব্য করলেন ইরানি মুখপাত্র।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৫, ২০২২ ১৮:৩২ Asia/Dhaka
  • প্রাদেশিক রাজধানী নুকুসে নিরাপত্তা বাহিনীর সাঁজোয়া যান
    প্রাদেশিক রাজধানী নুকুসে নিরাপত্তা বাহিনীর সাঁজোয়া যান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি চাফি বলেছেন, উজবেকিস্তান পরিস্থিতির ওপর গভীর নজর রেখেছে তেহরান। উজবেকিস্তানের কারাকালপাকস্তান অঞ্চলে সাম্প্রতিক সহিংসতায় ১৮ জন নিহত ও ২৪৩ জন আহত হওয়ার পর আজ (মঙ্গলবার) এ মন্তব্য করলেন ইরানি মুখপাত্র।

তিনি আরও বলেন, উজবেকিস্তানে যা ঘটছে তা সেদেশের অভ্যন্তরীণ বিষয়। ভ্রাতৃপ্রতীম দেশটি খুব শিগগিরই জনগণের স্বার্থ রক্ষা করে সমস্যার সমাধান করবে বলে আশা করা হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উজবেকিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতা ইরানসহ গোটা অঞ্চলের জন্যই বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

গতকাল উজবেকিস্তানের সরকার এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, গত কয়েক দিনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪৩ জন।

উজবেকিস্তানের সংবিধানের একটি অনুচ্ছেদে কারাকালপাকস্তান অঞ্চলটিকে স্বায়ত্তশাসন দেওয়ার পাশাপাশি বিচ্ছিন্ন হওয়ার অধিকারও দেওয়া হয়েছে। কিন্তু সম্প্রতি উজবেকিস্তান সরকার সংবিধানের এ অনুচ্ছেদটি বাতিলের পরিকল্পনা করে। এর বিরুদ্ধে গত শুক্রবার প্রাদেশিক রাজধানী নুকুসে বিক্ষোভ শুরু করেন কারাকালপাকস্তানের মানুষ।

তবে বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট শাভকাত মিরজায়োইয়েভ কারাকালপাকস্তানের স্বায়ত্তশাসন ও এর বিচ্ছিন্ন হওয়ার অধিকার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ সংশোধন করার পরিকল্পনা বাদ দিয়েছেন। উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থাও ঘোষণা করেছেন তিনি।

মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের জনসংখ্যা প্রায় ৩ কোটি ৪০ লাখ। এর ৯০ শতাংশই মুসলমান।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।