আগুন নিয়ন্ত্রণ করা ফায়ারফাইটারদের জন্য কঠিন হয়ে উঠেছে: ফ্রান্স
(last modified Wed, 13 Jul 2022 11:40:43 GMT )
জুলাই ১৩, ২০২২ ১৭:৪০ Asia/Dhaka
  • ফ্রান্সের দাবানল
    ফ্রান্সের দাবানল

ফ্রান্সের জিরোন্দে জঙ্গলে যে ভয়াবহ দাবানলের তাণ্ডব চলছে তা নিয়ন্ত্রণে আনা ফায়ারফাইটারদের জন্য কঠিন হয়ে উঠেছে। ফরাসি সরকারের পক্ষ থেকে আজ এ বিবৃতি দেয়া হয়েছে।

দাবানলে এরইমধ্যে জিরোন্দে জঙ্গলের ৮০০ হেক্টর জমি পুড়ে ছাই হয়েছে। দাবানলের কারণে ওই এলাকা থেকে অন্তত ১৫০ মানুষকে সরিয়ে নিতে হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নতুন করে সেখানে আরো একটি দাবানল সৃষ্টি হয়েছে এবং সব মিলিয়ে এক হাজার হেক্টর জমি আগুনের গ্রাসে চলে গেছে। এএফপি বলছে, দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ছে এবং আগুন নেভানোর কাজ খুবই জটিল হয়ে পড়েছে।    

এর আগে এএফপি জানিয়েছিল, আগুন নিয়ন্ত্রণে আনতে ৯০০ ফায়ার ফাইটার নিয়োগ করা হয়েছে। ফায়ার সার্ভিসের শীর্ষ কর্মকর্তা এরিক এগ্রিনিয়ার কয়েকদিন আগে জানিয়েছিলেন, দাবানলের কবলে পড়া জঙ্গলের মধ্যে এমন কিছু দুর্গম এলাকা রয়েছে যেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তখন তিনি বলেছিলেন, দাবানল ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত বৃহস্পতিবার থেকে এ দাবানল শুরু হয়েছে। পুরো ইউরোপজুড়ে চলছে দাবদাহ, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা কষ্টকর হয়ে উঠেছে।#    

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ