‘সোশ্যাল ভিজিট পাস-এর আওতায় সিঙ্গাপুরে গোতাবায়া'
গোতাবায়ার পদত্যাগপত্র গৃহিত, ৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট পাবে শ্রীলঙ্কা
নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণ-আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালানোর পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে আজ (শুক্রবার) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রেসিডেন্টের পদত্যাগপত্র গৃহিত হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে শ্রীলঙ্কা নতুন একজন প্রেসিডেন্ট পাবে।
স্পিকার আরও জানিয়েছেন, ১৪ জুলাই ২০২২ থেকে এ পদত্যাগপত্র কার্যকর হচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে। এ সাংবিধানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কার্যক্রম ও দায়িত্বগুলো পালন করবেন। সে সময় প্রেসিডেন্টের কার্যালয় পরিচালনার ক্ষমতা তাঁর কাছে থাকবে।
স্পিকার বলেন, প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আয়োজিত এক বৈঠকে দলীয় নেতারা বলেছেন, ১৯৮১ সালের স্পেশাল প্রভিশনস অ্যাক্ট-২ এবং সংবিধানের ৪০ অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে। সফলভাবে ও দ্রুততার সঙ্গে এ প্রক্রিয়া সম্পন্ন করার ইচ্ছা আছে আমার।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন সে দেশের প্রাপ্তবয়স্ক প্রত্যেক নাগরিক। এত কম সময়ের মধ্যে সেই আয়োজন কার্যত অসম্ভব। সে কারণে পার্লামেন্টের ২২৫ সদস্যের ভোটের ভিত্তিতেই অন্তর্বতী প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে সর্বদলীয় বৈঠকে।
তীব্র গণরোষের মুখে গত মঙ্গলবার দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। মালদ্বীপ থেকে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় গতকাল সন্ধ্যার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে পৌঁছান তিনি।
সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গোতাবায়া ব্যক্তিগত সফরের অংশ হিসেবে সেদেশে অবস্থান করছেন। তাঁকে কোনো ধরনের আশ্রয় দেওয়া হয়নি। সিঙ্গাপুর সরকার সাধারণত আশ্রয়ের আবেদন অনুমোদন করে না।
এদিকে, সিঙ্গাপুর পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘সোশ্যাল ভিজিট পাস’-এর আওতায় সিঙ্গাপুরে এসেছেন গোতাবায়া। এ ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ দিনের জন্য কাউকে ভিসা দেওয়া হয়।
সিঙ্গাপুর পুলিশ সোশ্যাল ভিজিট পাসসহ ভিসাধারী সবাইকে স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫