মাহিন্দা রাজাপাকসে ভোটাভুটিতে অংশ নিয়েছেন বলে খবর
রনিল বিক্রমাসিংহেই শ্রীলঙ্কার নির্বাচিত প্রেসিডেন্ট; সংকট কাটছে না
শ্রীলঙ্কার পার্লামেন্টের ভোটাভুটিতে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে যে ২১৯ জন ভোট দিয়েছেন তাদের মধ্যে বিক্রমাসিংহে ১৩৪টি পেয়ে জয়ী হয়েছেন।
আজ (বুধবার) স্থানীয় সময় সকাল ১০টায় পার্লামেন্টে আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হয়। ২২৫ আসনের পার্লামেন্টে ভোটাভুটির সময় একজন সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন। আরেকজন পার্লামেন্টে উপস্থিত থেকেও ভোটদান থেকে বিরত ছিলেন।
ফলে সংসদ সদস্যদের উপস্থিতিতে পার্লামেন্টের সেক্রেটারি-জেনারেল ২২৩টি ভোট যাচাই-বাছাই শুরু করেন। যাচাই-বাছাইয়ে চারটি ভোট বাতিল হয়ে যায়। বাকি ভোটগুলো গণনার ভিত্তিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
শ্রীলঙ্কার সংবিধান অনুসারে একজন প্রার্থীকে বিজয়ী হওয়ার জন্য মোট ১১২টি ভোট প্রয়োজন। বিক্রমাসিংহে পেয়েছেন ১৩৪টি।
গত মে মাসে জনগণের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তারপর পরিবার নিয়ে তিনি একটি নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছিলেন। আজ প্রেসিডেন্ট নির্বাচনে ভোটদানের উদ্দেশে তিনি পার্লামেন্টে উপস্থিত হন বলে বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে।
বড় ভাই মাহিন্দা দেশ ছেড়ে না পালালেও গত সপ্তাহে তীব্র বিক্ষোভের শ্রীলঙ্কা ত্যাগ করেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শুরুতে মালদ্বীপ ও পরে সিঙ্গাপুর পালিয়ে যান তিনি। গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
তারপর সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর সাতদিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের ঘোষণা দেন স্পিকার।
তবে রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধে এখন রাজাপাকসেদের সঙ্গে আঁতাত করার অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী পদে তার নিয়োগকেও দেখা হচ্ছে গণতন্ত্রের লঙ্ঘন হিসেবে। পার্লামেন্টের ভোটাভুটিতে নতুন প্রেসিডেন্ট পেলেও শ্রীলঙ্কার পরিস্থিতি এখনই শান্ত হবে বলে মনে হচ্ছে না।#
পার্সটুডে/এমএমআই/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।