আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্যেও ডলারের ব্যবহার কমানো হচ্ছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী
(last modified Fri, 22 Jul 2022 10:13:42 GMT )
জুলাই ২২, ২০২২ ১৬:১৩ Asia/Dhaka
  • ল্যাভরভ
    ল্যাভরভ

আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্যে ডলারের ব্যবহার কমানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তিনি আজ (শুক্রবার) বলেছেন, আফ্রিকা মহাদেশের বাণিজ্যিক সহযোগী দেশগুলোর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে ডলার ও ইউরোর ব্যবহার কমানোর বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে।

ল্যাভরভ বলেন, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় কারো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। বাণিজ্যিক সহযোগী দেশগুলোর সঙ্গে লেনদেনে জাতীয় মুদ্রার ব্যবহার বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবন্ধু রাষ্ট্রের প্রভাবমুক্ত একটি কার্যকর ও স্বাধীন আর্থিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে বলে জানান ল্যাভরভ।

তিনি আরও বলেন, ইউক্রেনসহ পশ্চিমা দেশগুলো রাশিয়াকে 'ক্ষুধা রপ্তানিকারক' দেশ হিসেবে তুলে ধরে অপপ্রচার চালাচ্ছে। তারা এর মাধ্যমে  নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে করোনা মহামারি শুরুর পর পশ্চিমা দেশগুলো খাদ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানি প্রক্রিয়ায় কারসাজি করে আমদানির ওপর নির্ভরশীল দেশগুলোকে সংকটের সম্মুখীন করেছে। এ ক্ষেত্রেও তারা ডলারকে ব্যবহার করেছে। এরপর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আফ্রিকার দেশগুলোর অবস্থানের প্রশংসা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব দেশ একমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে সমর্থন করে না। ল্যাভরভ চলতি জুলাই মাসেই আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ সফর করবেন বলে কথা রয়েছে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ