শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকটের নিরসন চায় ইরান: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i110880-শান্তিপূর্ণ_উপায়ে_ইউক্রেন_সংকটের_নিরসন_চায়_ইরান_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান যেকোনো যুদ্ধ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে তার দেশের সুস্পষ্ট অবস্থান ঘোষণা করে বলেছেন, রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের নিরসন চায় ইরান। তিনি শুক্রবার হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ারতোর সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৩, ২০২২ ০৬:২৮ Asia/Dhaka
  • আব্দুল্লাহিয়ান- সিয়ারতো
    আব্দুল্লাহিয়ান- সিয়ারতো

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান যেকোনো যুদ্ধ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে তার দেশের সুস্পষ্ট অবস্থান ঘোষণা করে বলেছেন, রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের নিরসন চায় ইরান। তিনি শুক্রবার হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ারতোর সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।

ইউক্রেন সংকটের শুরু থেকে আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে এসেছে ইরান। একইসঙ্গে চলমান সংঘাতে জাতিসংঘ ঘোষণা এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের জন্যও সংঘর্ষরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়ে এসেছে তেহরান।

টেলিফোনালাপে আব্দুল্লাহিয়ান বলেন, শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকট নিরসনের জন্য কিয়েভ ও মস্কোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছে তেহরান। পাশপাশি বিশ্বের জ্বালানী ও খাদ্য নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সে চেষ্টাও চালাচ্ছে ইরান।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে

এ সময় হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ তেহরান সফর এবং সে সময় দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো স্মরণ করিয়ে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাক্ষরিত চুক্তিগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার মাধ্যমে তেহরান ও বুদাপেস্টের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী হতে পারে।

টেলিফোনালাপে আব্দুল্লাহিয়ান তার দেশের ওপর আমেরিকার আরোপিত নিপীড়নমূলক নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে বলেন, আমেরিকা যত দ্রুত পরমাণু সমঝোতায় ফিরে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে তত দ্রুত এ সংকটের সমাধান হবে।

এ সময় পিটার সিয়ারতো আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরানের ভূমিকার প্রশংসা করেন। তিনি বিশ্বের জ্বালানি নিরাপত্তার কথা উল্লেখ করে বলেন, বিশ্ব বাজারে ইরানের তেল ও গ্যাসের অবাধ প্রবাহ নিশ্চিত করা সম্ভব হলে এই খাতে স্থিতিশীলতা ফিরে আসবে।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।