আগ্রাসীদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত উত্তর কোরিয়া: কিম জং
https://parstoday.ir/bn/news/world-i111144-আগ্রাসীদের_বিরুদ্ধে_পরমাণু_অস্ত্র_ব্যবহার_করতে_প্রস্তুত_উত্তর_কোরিয়া_কিম_জং
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সাথে যেকোন সামরিক সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহার করার জন্য তার দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। কোরিয়া দ্বীপে যখন নতুন করে উত্তেজনা বেড়ে চলেছে তখন কিম জং এই হুঁশিয়ারি দিলেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জুলাই ২৮, ২০২২ ১৩:৪৩ Asia/Dhaka
  • ভাষণ দিচ্ছেন কিম জং উন
    ভাষণ দিচ্ছেন কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সাথে যেকোন সামরিক সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহার করার জন্য তার দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। কোরিয়া দ্বীপে যখন নতুন করে উত্তেজনা বেড়ে চলেছে তখন কিম জং এই হুঁশিয়ারি দিলেন।

কোরিয়া যুদ্ধ অবসানের ৬৯তম বার্ষিকীতে দেয়া ভাষণে তিনি আরো বলেন, "আমাদের সামরিক বাহিনী যেকোনো সংকট মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং আমাদের দেশের পরমাণু যুদ্ধাস্ত্রও শত্রুর বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে।"

কিম জং উন বলেন, যুদ্ধ অবসানের ৭০ বছর পরে এসেও আমেরিকা দক্ষিণ কোরিয়ারকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিপজ্জনক ও অবৈধামূলক তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে নানা চক্রান্ত করে আমেরিকার তার আচরণকে ন্যায্য বলে প্রমাণের চেষ্টা করছে।

উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র

তিনি বলেন, সামরিক তৎপরতার নামে আমেরিকা দ্বিমুখী অবস্থান বজায় রেখে চলেছে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে যে বৃহৎ পরিসরের সামরিক মহড়া চালায় তা উত্তর কোরিয়ার বিরুদ্ধে মারাত্মক হুমকি এবং উসকানি। এই কারণে দু দেশের সম্পর্ক অত্যন্ত কঠিন হয়ে উঠেছে এবং সংঘাত ময় এই অবস্থা থেকে ফিরে আসার কোনো পথ নেই।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।