‘পশ্চিমারাই আফগানিস্তানে আইএস জঙ্গিদের শক্তিশালী করছে’
আফগানিস্তানে আইএস জঙ্গি তিনগুণ বাড়ার দাবি নাকচ করল তালেবান
গত বছরের আগষ্ট মাসে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসের সদস্য সংখ্যা তিনগুণ বেড়েছে বলে মনে করছে রাশিয়া। আফগানিস্তান বিষয়ক বিশেষ রুশ প্রতিনিধি জামির কাবুলোভ বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে মস্কোর এ ধারনার কথা জানিয়েছেন। তবে তালেবান রাশিয়ার এ দাবিকে ‘অসত্য ও অবাস্তব’ বলে বর্ণনা করেছে।
তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ কাবুলোভের নাম উল্লেখ না করে এক টুইটার বার্তায় লিখেছেন, “আফগানিস্তানে আইএসের শক্তিবৃদ্ধির ধারনা অসত্য ও অবাস্তব।” তিনি আরো লিখেছেন, “আইএসকে আফগানিস্তানে ঘাঁটি গাড়তে দেবে না তালেবান সরকার।”
কাবুলোভ গতকাল আফগানিস্তান বিষয়ক সাম্প্রতিক তাশখন্দ বৈঠক সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আফগানিস্তানে আইএস জঙ্গিদের সংখ্যা বেড়ে যাওয়ার ঘটনা আফগানিস্তানসহ গোটা অঞ্চলের ওপর ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলবে। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে গত সোম ও মঙ্গলবার আফগানিস্তান বিষয়ক দু’দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাবুলোভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানের সন্ত্রাসবিরোধী বাহিনীকে শক্তিশালী করার আর্থিক সক্ষমতা তালেবানের নেই। আফগানিস্তান বিষয়ক রুশ প্রতিনিধি বলেন, পশ্চিমারাই আইএস জঙ্গীদের শক্তিশালী করার জন্য আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে এই পরিস্থিতি তৈরি করেছে।
জামির কাবুলোভ বলেন, গত বছরের ১৫ আগস্ট তালেবান ক্ষমতায় আসার সময় আফগানিস্তানে আইএস জঙ্গীদের সংখ্যা প্রায় দুই হাজার ছিল বলে মনে করা হয়।তবে এই মুহূর্তে তাদের সংখ্যা ছয় হাজারের বেশি।#
পার্সটুডে/এমএমআই/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।