পেলোসির সফরকে সামনে রেখে নতুন স্থানে বিমান মোতায়েন করলো তাইওয়ান
https://parstoday.ir/bn/news/world-i111382-পেলোসির_সফরকে_সামনে_রেখে_নতুন_স্থানে_বিমান_মোতায়েন_করলো_তাইওয়ান
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য সফরকে সামনে রেখে তাইওয়ানের সামরিক বাহিনী তাদের বেশ কিছু যুদ্ধবিমানকে স্থান পরিবর্তন করে নতুন নতুন জায়গায় মোতায়েন করেছে। তাইওয়ানের গণমাধ্যমের বরাত দিয়ে রাশিয়া টুডে এ খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০২, ২০২২ ১৪:৪৬ Asia/Dhaka
  • মিরেজ জঙ্গিবিমান
    মিরেজ জঙ্গিবিমান

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য সফরকে সামনে রেখে তাইওয়ানের সামরিক বাহিনী তাদের বেশ কিছু যুদ্ধবিমানকে স্থান পরিবর্তন করে নতুন নতুন জায়গায় মোতায়েন করেছে। তাইওয়ানের গণমাধ্যমের বরাত দিয়ে রাশিয়া টুডে এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, আটটি বাড়তি যুদ্ধবিমান চিহ্যাং বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। সেখানে আগে থেকেই দুটি মিরেজ-২০০০ মডেলের বিমান মোতায়েন ছিল। তাইওয়ান থেকে প্রচারিত চায়না টাইমস এ খবর দিয়েছে।

ওই ঘাঁটিটি তাইওয়ান দ্বীপের দক্ষিণ-পূর্বে অবস্থিত। ওই এলাকা দিয়ে পেলোসির বিমান তাইওয়ানে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিমান ঘাঁটিটিকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

ন্যান্সি পেলোসি

এদিকে, তাইওয়ানের নৌ বাহিনী সাবমেরিন বিধ্বংসী দুটি বাড়তি হেলিকপ্টার মোতায়েন করেছে। এসব হেলিকপ্টার তাইওয়ানের পানিসীমার কাছাকাছি এলাকায় টহল দেবে।  

ন্যান্সি পেলোসি বর্তমানে এশিয়ার সফরে রয়েছেন। জল্পনা রয়েছে যে, তিনি সিঙ্গাপুর জাপান ও দক্ষিণ কোরিয়া সফরের কোন এক ফাঁকে তাইওয়ান যাবেন। এর আগেও ১৯৯৭ সালে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নিউট গিংরিচ তাইওয়ান সফর করেন। ন্যান্সি পেলোসির সম্ভাব্য সফরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন।#

পার্সটুডে/এসআইবি/২