ইরানের স্যাটেলাইট রাশিয়া নিয়ন্ত্রণ করবে- এমন খবর প্রত্যাখ্যান করলো তেহরান
(last modified Mon, 08 Aug 2022 04:22:32 GMT )
আগস্ট ০৮, ২০২২ ১০:২২ Asia/Dhaka
  • ইরানের নতুন সাটেলাইট সম্পূর্ণভাবে তেহরান নিয়ন্ত্রণ করবে
    ইরানের নতুন সাটেলাইট সম্পূর্ণভাবে তেহরান নিয়ন্ত্রণ করবে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি স্যাটেলাইট কাজাখস্তান থেকে উৎক্ষেপণের পর তার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে থাকবে বলে গণমাধ্যমে যে রিপোর্ট বের হয়েছে তেহরান তাকে প্রত্যাখ্যান করেছে।

আগামীকাল ৯ আগস্ট কাজাখস্তানের বাইকোনুর মহাকাশ কেন্দ্র থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

গতকাল রোববার ইরানের মহাকাশ গবেষণা সংস্থা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, এই ধরনের রিপোর্ট ইরানের মহাকাশ গবেষণা সংস্থা প্রত্যাখ্যান করছে। ইরানের মহাকাশ গবেষণা সংস্থা বলেছে, এই স্যাটেলাইট সম্পূর্ণভাবে তারা নিয়ন্ত্রণ করবে।

বিবৃতিতে বলা হয়েছে, এক দেশের নির্মাণ করা স্যাটেলাইটের অন্য দেশের প্রবেশ করা অসম্ভব ব্যাপার কারণ ওই স্যাটেলাইটের কারিগরি ও প্রযুক্তিগত সবকিছু নিজস্ব বিশেষজ্ঞরা সেট করেছেন।

সম্প্রতি মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনের দাবি করেছে যে, ইরানের যে স্যাটেলাইট রাশিয়া উৎক্ষেপণ করতে যাচ্ছে তা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিজস্ব প্রয়োজনে ব্যবহৃত হবে। ইরান বলেছে, মার্কিন গণমাধ্যমের এ খবর সত্য নয়।# 

পার্সটুডে/এসআইবি/৮