কালিনিগ্রাদে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও মিগ-৩১ যুদ্ধবিমান মোতায়ন করল রাশিয়া
(last modified Fri, 19 Aug 2022 12:47:49 GMT )
আগস্ট ১৯, ২০২২ ১৮:৪৭ Asia/Dhaka
  • মিগ-৩১ যুদ্ধবিমান
    মিগ-৩১ যুদ্ধবিমান

রাশিয়ার সামরিক বাহিনী বালটিক প্রজাতন্ত্র লিথুয়ানিয়ার কাছে কালিনিগ্রাদ উপকূলে পরমাণু অস্ত্র বহনে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান মোতায়েন করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘন্টা যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে এসব যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলো।

গতকাল (বৃহস্পতি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, কালিনিগ্রাদ এলাকার চাখালোভস্ক বিমানঘাঁটিতে মিগ-৩১ যুদ্ধবিমান এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয়া হয়েছে।

কিনজাল ক্ষেপণাস্ত্রকে প্রেসিডেন্ট পুতিন আদর্শ অস্ত্র বলে বর্ণনা করেছেন। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ গতিতে উড়তে পারে। সে কারণে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা খুবই কঠিন ব্যাপার।  

কালিনিগ্রাদ শহর ন্যাটো সদস্য লিথুয়ানিয়া ও পোল্যান্ডের সীমান্তে অবস্থিত। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাত শুরুর পর থেকে এই দুটি দেশ মস্কোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।#   

পার্সটুডে/এসআইবি/১৯