ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক চুক্তি
সর্বশেষ খসড়া প্রস্তাবে রাশিয়াসহ বেশিরভাগ দেশের সম্মতি
-
সের্গেই ল্যাভরভ ও জোসেপ বোরেল (ফাইল ছবি)
ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় একটি চুক্তি সই করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যে প্রস্তাবের খসড়া তৈরি করেছে সে নিজের অনাপত্তির কথা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পরমাণু সমঝোতা সংক্রান্ত সর্বশেষ খসড়া প্রস্তাবে রাশিয়ার সমর্থন রয়েছে।
অস্ট্রিয়ার রাজধানী ভিনেয়ায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবের সর্বশেষ আলোচনা গত ৪ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত চলে। ওই বৈঠকে আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে ইউরোপের পক্ষ থেকে একটি প্রস্তাবের খসড়া উপস্থাপন করা হয়।
রুশ পররাষ্ট্রমন্ত্রী গতকাল (মঙ্গলবার) মস্কোয় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, সর্বশেষ যে খসড়া আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলোর কাছে রয়েছে সেটির ব্যাপারে রাশিয়ার সম্মতির কথা জানিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, তবে আমেরিকা এখন পর্যন্ত ওই প্রস্তাবের কোনো জবাব দেয়নি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বিষয়টি নিয়ে শিগগিরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।
ল্যাভরভ এমন সময় একথা বললেন, যখন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলও জানিয়েছেন, ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী বেশিরভাগ দেশ তার সংস্থার পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবে সম্মতি দিয়েছে। ‘এখনও এ ব্যাপারে আমেরিকার জবাব পাইনি’ বলে জানান বোরেল। আমেরিকা চলতি সপ্তাহের মধ্যে জবাব দেবে বলে আশাপ্রকাশ করেন ইইউর এই শীর্ষ কর্মকর্তা।#
পার্সটুডে/এমএমআই/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।