তাইওয়ানের কাছে যুদ্ধজাহাজ এবং জঙ্গিবিমান মোতায়েন করেছে চীন: তাইপে
-
তাইওয়ান প্রণালী এলাকায় চীনা যুদ্ধজাহাজ মোতায়েন
স্বশাসিত তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাইওয়ান প্রণালী এলাকায় উত্তেজনার মাঝে বেশ কয়েকটি চীনা যুদ্ধজাহাজ এবং বিমান সনাক্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য মতে- চীনের আটটি জাহাজ এবং ২৩টি বিমান তাইওয়ানের কাছাকাছি এলাকায় চিহ্নিত করা হয়। এর মধ্যে ১০টি বিমান তাইওয়ান প্রণালী পূর্ব এলাকা দিয়ে উড়ে গেছে।
তাইওয়ানের সামরিক বাহিনী বলছে, স্থানীয় কম্ব্যাট এয়ার পেট্রোলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে এবং চীনের তৎপরতাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার কথা বলা হয়েছে।
তাইওয়ান প্রণালীতে আমেরিকা দুটি যুদ্ধজাহাজ পাঠানোর একদিন পর দৃশ্যত চীনের পক্ষ থেকে এই ব্যবস্থা নেয়া হলো। যুদ্ধজাহাজ পাঠানোর পর আমেরিকা বলেছে তাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে জাহাজ পাঠানো হয়েছে এবং এর মধ্যদিয়ে তাইওয়ানের প্রতি আমেরিকার একান্ত সমর্থন প্রকাশ করা হয়েছে।
এদিকে, তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ প্রবেশের পর জবাব হিসেবে সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখে চীন। এই সতর্কতার মূল লক্ষ্য ছিল মার্কিন উসকানি থামানো।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করার পর আমেরিকা ও চীনের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে।#
পার্সটুডে/এসআইবি/২৯