ইসরাইলের সঙ্গে এক মুহূর্তের জন্যও সম্পর্ক চাই না: আফগান তালেবান
(last modified Sat, 03 Sep 2022 12:26:12 GMT )
সেপ্টেম্বর ০৩, ২০২২ ১৮:২৬ Asia/Dhaka
  • মোল্লা মোহাম্মদ নায়িম
    মোল্লা মোহাম্মদ নায়িম

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের কাতার ভিত্তিক রাজনৈতিক দপ্তরের মুখপাত্র মোল্লা মোহাম্মাদ নায়িম বলেছেন, তারা জালিম ইসরাইলের সঙ্গে এক মুহূর্তের জন্যও সম্পর্ক প্রতিষ্ঠা করবে না। তিনি আজ (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল পেজে এ মন্তব্য করেছেন।

তিনি আরও বলেছেন, 'আল-জাজিরা টিভি চ্যানেলে গতরাতে আমার যে সাক্ষাৎকার সম্প্রচারিত হয়েছে সেটাকে অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করছেন। কিন্তু বায়তুল মুকাদ্দাসের বিষয়ে আমাদের নীতি-অবস্থান স্পষ্ট। আমরা এর আগেও বলেছি মসজিদুল আকসা হচ্ছে মুসলমানের প্রথম কেবলা। এটি সব মুসলমানের কাছে পবিত্র। এছাড়া ফিলিস্তিনে ইসরাইল যা করছে তা মহাজুলুম, এটা সবার কাছে স্পষ্ট। আমরা এক মুহূর্তের জন্যও এই জালিমের পাশে থাকতে পারি না।'

মোল্লা মোহাম্মাদ নায়িম গতকালের সাক্ষাতকারে বলেছিলেন বিশ্বের কোনো দেশের সঙ্গেই তাদের সমস্যা নেই। তারা সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে প্রস্তুত। এরপরই তার বক্তব্যের নানা ব্যাখ্যা হতে থাকে। অনেকেই বলতে থাকেন, ইসরাইলের সঙ্গেও তালেবানের সমস্যা নেই।

অবশ্য তালেবানের প্রভাবশালী নেতা সোহেইল শাহিনও এর আগে স্পষ্ট করে জানিয়েছেন, তারা ইহুদিবাদী ইসরাইল ছাড়া বিশ্বের অন্য সকল দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী।# 

পার্সটুডে/এস‌এ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ