আফগানিস্তানে সবচেয়ে বড় পণ্য রপ্তানিকারক দেশ ইরান
(last modified Mon, 28 Apr 2025 09:43:42 GMT )
এপ্রিল ২৮, ২০২৫ ১৫:৪৩ Asia/Dhaka
  • আফগানিস্তানে ইরানি পণ্য রপ্তানি
    আফগানিস্তানে ইরানি পণ্য রপ্তানি

পার্সটুডে-আফগানিস্তানের তালেবান সরকার ঘোষণা করেছে, তাদের দেশে বৃহত্তম পণ্য রপ্তানিকারক দেশ ইরান।

আফগানিস্তানের তালেবান সরকারের জাতীয় পরিসংখ্যান ও তথ্য অফিস রোববার এক প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বিগত ফার্সি বছরের চতুর্থ প্রান্তিকে, প্রতিবেশী এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে ইরান আফগানিস্তানে ৮৬৯ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। পার্সটুডে আরও জানায়, আফগানিস্তানে সবচেয়ে বেশি আমদানি করা পণ্য হল পেট্রোলিয়াম পণ্য, তেল, যন্ত্রপাতি, যানবাহন, বিভিন্ন ধরণের ধাতু ও খুচরা যন্ত্রাংশ।

ওই প্রতিবেদন অনুসারে, ইরানের পরে আফগানিস্তানে পণ্য রপ্তানিকারকদের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীন এবং পাকিস্তান। চীন ৪৩৮ মিলিয়ন ডলার এবং পাকিস্তান ৩৯৬ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে আফগানিস্তানে।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।