রাশিয়ার সঙ্গে এখন আর আলোচনা চান না ইউক্রেনের প্রেসিডেন্ট
(last modified Mon, 12 Sep 2022 12:59:47 GMT )
সেপ্টেম্বর ১২, ২০২২ ১৮:৫৯ Asia/Dhaka
  • জেলেনস্কি
    জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি এখন আর রাশিয়ার সঙ্গে আলোচনা চান না।

তিনি গতরাতে মার্কিন টিভি চ্যানেল সিএনএন-কে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, 'আমি বর্তমানে রাশিয়ার পক্ষ থেকে গঠনমূলক আলোচনার আগ্রহ দেখছি না। আসলে আমি নিজেও এমন কারো সঙ্গে আলোচনা করব না যিনি আলটিমেটাম দেন।'

জেলেনস্কি আরও বলেছেন, ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেখান থেকে সেনা সরিয়ে নিলেই কেবল দুই দেশের মধ্যে সমঝোতা হতে পারে।'

গতকাল (রোববার) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ 'রাশা-ওয়ান' টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার বিরোধী নয় মস্কো। তবে কিয়েভের পক্ষ থেকে এ ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে যা দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনাকে জটিল করে তুলবে।

গত ২১ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান চালাচ্ছে রাশিয়া। এরপরই ইউরোপ ও আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্কে টানাপড়েন আগের চেয়ে আরও বেড়েছে।

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ