এক চীন নীতির প্রতি সমর্থন ঘোষণা করলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী
(last modified Sun, 25 Sep 2022 06:01:11 GMT )
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১২:০১ Asia/Dhaka
  • শনিবার নিউ ইয়র্কে চীনা পররাষ্ট্রমন্ত্রীর (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন তার জার্মান সমকক্ষ
    শনিবার নিউ ইয়র্কে চীনা পররাষ্ট্রমন্ত্রীর (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন তার জার্মান সমকক্ষ

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক এক চীন নীতির প্রতি তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনের অবকাশে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাতে তার দেশের এ সমর্থনের কথা জানান।

এক চীন নীতির মূলকথা হচ্ছে, চীনের সঙ্গে বিশ্বের যেসব দেশের রাষ্ট্রীয় সম্পর্ক রয়েছে সেসব দেশ তাইওয়ানের সঙ্গে আলাদা রাষ্ট্রীয় সম্পর্ক স্থাপন করতে পারবে না। আমেরিকা চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘এক চীন’ নীতি মেনে চলার ঘোষণা দিলেও বাস্তবে তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে এবং সম্প্রতি ঘোষণা দিয়েছে সম্ভাব্য ‘চীনা আগ্রাসন’ থেকে তাইওয়ানকে রক্ষা করতে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করবে ওয়াশিংটন।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তার জার্মান সমকক্ষ বেয়ারবক বলেন, নবায়নযোগ্য জ্বালানী উৎপাদন, প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বেইজিং-এর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখতে চায় বার্লিন।

সাক্ষাতে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জার্মানি সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে ওয়াং ই বলেন, চীন ও জার্মানি আগামী ৫০ বছরকে টার্গেট করে নিজেদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। #

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।