চীনকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল ইরানের নারী ফুটসাল দল
(last modified Sat, 17 May 2025 11:31:35 GMT )
মে ১৭, ২০২৫ ১৭:৩১ Asia/Dhaka
  • ইরান ও চীনের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের একটি দৃশ্য
    ইরান ও চীনের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের একটি দৃশ্য

পার্স টুডে: চীনের বিরুদ্ধে ৩-১ গোলের জয় পেয়ে ২০২৫ সালের নারী ফুটসাল বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেল ইরানের জাতীয় নারী ফুটসাল দল।

আজ (শনিবার) এশিয়ান নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চীনের মুখোমুখি হয় ইরান। কোচ ফারোজান সোলেইমানির নেতৃত্বে ইরানি খেলোয়াড়রাদারুণ পরিকল্পনা ও দলগত নৈপুণ্যের মাধ্যমে স্বাগতিক চীনকে পরাজিত করে টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে।

এই জয়ের মাধ্যমে ইরান এশিয়ার চারটি প্রতিনিধি দলের একটি হিসেবে ২০২৫ সালের নারী ফুটসাল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি তিনটি দেশ হলো: ফিলিপাইন (আয়োজক), জাপান ও থাইল্যান্ড।

২০২৫ সালের শরতে ফিলিপাইনে অনুষ্ঠিত হবে নারী ফুটসাল বিশ্বকাপ।#

পার্সটুডে/এমএআর/১৬