অরুণাচল প্রদেশের কিছু জায়গার চীনা নামকরণের প্রচেষ্টা
(last modified Wed, 14 May 2025 07:38:03 GMT )
মে ১৪, ২০২৫ ১৩:৩৮ Asia/Dhaka
  • অরুণাচল প্রদেশের কিছু জায়গার চীনা নামকরণের প্রচেষ্টা

ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নামকরণের চীনা প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে এই কাজকে নিরর্থক এবং অযৌক্তিক বলে অভিহিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আজ(বুধবার ) তিনি এ কথা বলেছেন। জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এই ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি।’

রনধীর জয়সোয়াল বলেন, ‘চীনা নামকরণের এই চেষ্টা বাস্তবতাকে কোনোভাবেই পরিবর্তন করবে না যে, অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটা ছিল, আছে এবং সর্বদা থাকবে।’

খবরে প্রকাশ, চীন অরুণাচল প্রদেশের কিছু জায়গার চীনা নাম ঘোষণা করেছে। সেইসঙ্গে চীন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে দাবি করেছে। এর আগেও একাধিকবার চীন এই দাবি করে এসেছে।

এর প্রতিক্রিয়ায় ভারত জানিয়েছে,‌ এই ধরনের ‘অযৌক্তিক’ প্রচেষ্টা ‘অকাট্য’ বাস্তবতাকে পরিবর্তন করবে না যে, রাজ্যটি সবসময় ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।

এদিকে, অরুণাচল প্রদেশের কিছু জায়গার নাম পরিবর্তনের চীনের ‘অযৌক্তিক’ প্রচেষ্টার বিরুদ্ধে ভারতের পররাষ্ট্র মন্ত্রক তীব্র আপত্তি জানানোর কয়েক ঘণ্টার মধ্যে ভারতে চীনা সরকারি প্রকাশনা গ্লোবাল টাইমসের এক্স অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত-পাক যুদ্ধ নিয়ে গ্লোবাল টাইমসের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচারের অভিযোগ করেছে ভারত।#

পার্সটুডে/জিএআর/১৪