থাইল্যান্ডে গণ-গুলি ও ছুরি হামলায় ৩৫ জন নিহত
https://parstoday.ir/bn/news/world-i114138-থাইল্যান্ডে_গণ_গুলি_ও_ছুরি_হামলায়_৩৫_জন_নিহত
থাইল্যান্ডের একটি চাইল্ড কেয়ার সেন্টারে বন্দুক ও ছুরি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ২৩টি শিশু বলে জানা যাচ্ছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ০৬, ২০২২ ১৫:৩২ Asia/Dhaka
  • হামলাকারীকে ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান
    হামলাকারীকে ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান

থাইল্যান্ডের একটি চাইল্ড কেয়ার সেন্টারে বন্দুক ও ছুরি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ২৩টি শিশু বলে জানা যাচ্ছে।

গণভাবে গুলি চালিয়ে এবং ছুরিকাঘাতে বিপুল সংখ্যক মানুষ হত্যার পর হামলাকারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে থাই গণমাধ্যম। এর আগে তিনি তার সন্তান ও স্ত্রীকেও হত্যা করেছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। হামলাকারী ছুরি দিয়ে বহু শিশুকে হত্যা কিংবা আহত করেছেন।

বৃহস্পতিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় নং বুয়া লামফু প্রদেশের উথাইসাওয়ান না ক্লাং জেলায় এই বন্দুক হামলার ঘটনা ঘটে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। যত দ্রুত সম্ভব হামলাকারীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি। জানা গেছে, হামলাকারী একজন সাবেক পুলিশ কর্মকর্তা। তবে তিনি কেনো এ হামলা চালিয়েছেন তা ধারণা করা যাচ্ছে না।

বর্তমানে তাকে ধরতে বড় অভিযান পরিচালনা করছে থাই পুলিশ। জেলা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন হামলাকারী গত বছর মাদক সংক্রান্ত ঘটনায় পুলিশ বাহিনী থেকে বহিষ্কৃত হয়েছেন।

থাইল্যান্ডে যদিও এভাবে গুলিবর্ষণের মাধ্যমে হত্যাকাণ্ডের ঘটনা তুলনামূলক কম তবে ২০২০ সালে এ ধরনের একটি ঘটনায় অন্তত ২৯ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছিলেন।#

পার্সটুডে/এসআইবি/৬