কম্বোডিয়ায় বিমান হামলা চালালো থাইল্যান্ড; বড় সংঘাতের আশঙ্কা
https://parstoday.ir/bn/news/event-i154864-কম্বোডিয়ায়_বিমান_হামলা_চালালো_থাইল্যান্ড_বড়_সংঘাতের_আশঙ্কা
পার্সটুডে- কম্বোডিয়ার বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় থাইল্যান্ড বিমান হামলা চালিয়েছে। থাই সেনাবাহিনীর পক্ষ থেকেই আজ (সোমবার) এই তথ্য জানানো হয়েছে।
(last modified 2025-12-08T06:55:32+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২৫ ১৩:১১ Asia/Dhaka
  • আতঙ্কে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে থাইল্যান্ডের সীমান্তবর্তী অধিবাসীরা
    আতঙ্কে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে থাইল্যান্ডের সীমান্তবর্তী অধিবাসীরা

পার্সটুডে- কম্বোডিয়ার বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় থাইল্যান্ড বিমান হামলা চালিয়েছে। থাই সেনাবাহিনীর পক্ষ থেকেই আজ (সোমবার) এই তথ্য জানানো হয়েছে।

থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় উবন রাচাথানি প্রদেশের দু'টি এলাকায় নতুন সংঘর্ষে অন্তত এক থাই সেনা নিহত এবং চারজন আহত হয়েছেন। কম্বোডিয়ার গুলিবর্ষণের পর এই সংঘর্ষের সূত্রপাত হয়।

বিবৃতিতে বলা হয়েছে, থাই পক্ষ এখন বিভিন্ন এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বিমান ব্যবহার শুরু করেছে।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কয়েকদিনের উসকানিমূলক কর্মকাণ্ডের পর ভোরে দুইটি স্থানে তাদের বাহিনীর ওপর থাই সেনাবাহিনী হামলা চালিয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, কম্বোডিয়ান সেনারা পাল্টা কোনো আক্রমণ চালায়নি।

থাই সেনাবাহিনী দাবি করেছে, কাম্বোডিয়ার সেনারা থাই বেসামরিক এলাকায় বিএম-২১ রকেট নিক্ষেপ করেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আগে জুলাইয়ে সীমান্ত বিরোধ পাঁচ দিনের সংঘর্ষে রূপ নেয়।  জুলাইয়ের সেই সংঘর্ষে অন্তত ৪৮ জন নিহত এবং প্রায় তিন লাখ মানুষ সাময়িকভাবে বাস্তুচ্যুত হন। এই সময়ে দুই প্রতিবেশী দেশই রকেট হামলা ও ভারী গোলাবর্ষণ চালায়।

গত মাসে স্থলমাইন বিস্ফোরণে এক সেনা আহত হওয়ার পর থাইল্যান্ড জানায়, তারা কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন স্থগিত করছে।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন