গত সপ্তায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইরানি মহিলা ক্রীড়াবিদদের সাফল্যের এক ঝলক
(last modified Fri, 11 Apr 2025 14:20:13 GMT )
এপ্রিল ১১, ২০২৫ ২০:২০ Asia/Dhaka
  • ইরানি জাতীয় উশু চ্যাম্পিয়ন শাহরবানু মানসুরিয়ান
    ইরানি জাতীয় উশু চ্যাম্পিয়ন শাহরবানু মানসুরিয়ান

পার্সটুডে-গত সপ্তায় ইরানি মহিলা ক্রীড়াবিদরা ক্রীড়ার বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল সাফল্য পেয়েছেন এবং অনেক পদক এনেছেন।

সান্ডা বিশ্বকাপ ৭ থেকে ৯ এপ্রিল চীনের জিয়াংইন শহরে অনুষ্ঠিত হয়। পার্সটুডে আরও জানায় (২০২৫ সালে চীনে সান্দা বিশ্বকাপ) প্রতিযোগিতার সময়, ইরানের দুই জাতীয় মহিলা উশু ক্রীড়াবিদ 'সিদ্দিকা দারিয়য়ি' এবং 'শাহরবনু মানসুরিয়ান' চ্যাম্পিয়ন হয়েছেন। আরেক ইরানি মহিলা 'সোহেইলা মানসুরিয়ান' ৬০ কেজি ফাইনালে ভিয়েতনামের 'তি তু তুই'র বিরুদ্ধে মঞ্চে ওঠেন, যিনি পরাজয় মেনে নিয়ে রৌপ্য পদক জিতেছেন। এছাড়াও, মাঈন তাঘাভি এই টুর্নামেন্টে পুরুষদের ৯০ কেজি ওজন শ্রেণীতে ইরানের প্রতিনিধিত্ব করে কাজাখস্তানের প্রতিনিধিত্বকারী সাইদি করিম রাইমভকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

বাম দিক থেকে: সিদ্দিকা দারিয়য়ি, শাহরবানু মানসুরিয়ান, সোহেইলা মানসুরিয়ান - ইরানি উশু জাতীয় পোশাক পরিহিত মহিলা ক্রীড়াবিদগণ

থাইল্যান্ড টুর্নামেন্টে ইরানি মহিলা ফুটসল দল রানার্সআপ

৭ এপ্রিল থাইল্যান্ড কোয়াড্রাঙ্গুলার টুর্নামেন্টের তৃতীয় ও শেষ ম্যাচে ইরানের মহিলা জাতীয় ফুটসল দল থাইল্যান্ডের মুখোমুখি হয় এবং ফলাফল গোলশূন্য ড্র হয়। এই টুর্নামেন্টে, ইরানি দল জাপানের সাথে ড্র করে, উজবেকিস্তানকে পাঁচ গোলে পরাজিত করে এবং থাইল্যান্ডের সাথেও ড্র করে। এই টুর্নামেন্টের শেষে, জাপান চ্যাম্পিয়ন, ইরান রানার্সআপ এবং থাইল্যান্ড তৃতীয় স্থান অধিকার করে।

ইরান মহিলা ফুটসল দল

একজন ইরানি মেয়েকে ফেয়ার প্লে পদক প্রদান

সার্বিয়ার জ্লাতিবুরে স্টুডেন্ট অলিম্পিক গেমস (জিমনেসিয়াম) চলাকালীন প্রতিযোগিতার আয়োজকরা কিশোরী ইরানি জিমন্যাস্ট কিমিয়া হেদায়াতিকে বিশেষ ফেয়ার প্লে পদক প্রদান করেন।

ইরানী কিশোরী জিমন্যাস্ট কিমিয়া হেদায়াতি

বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন

আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন (ITTF) এর ঘোষণা অনুসারে, ইরানের জাতীয় মহিলা দলের অধিনায়ক নেদা শাহসাভরি ২০২৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং বিশ্বজুড়ে এই খেলার সেরারা প্রতিযোগিতা করবে।

নেদা শাহসাভরি - ইরানি মহিলা জাতীয় টেবিল টেনিস দলের অধিনায়ক

এশিয়ান মহিলা ফুটসল নেশনস কাপে ইরানি রেফারিদের সিদ্ধান্ত

এশিয়ান ফুটবল কনফেডারেশন ঘোষণা করেছে যে চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান মহিলা ফুটসল নেশনস কাপে ইরানি রেফারিরা দায়িত্ব পালন করবেন। ৭ মে থেকে চীনে এশিয়ান মহিলা ফুটসল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, প্রতিযোগিতার বিচারক হিসেবে ইরানের জারি ফাতি, গেলারেহ নাজেমি এবং জাহরা রাহিমিকে নির্বাচিত করা হয়েছে।

এশিয়ান মহিলা ফুটসল নেশনস কাপে ইরানি রেফারিগণ

পার্সটুডে/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।