বিশ্বব্যাপী জ্বালানি সংকট:
ইরান ও ভেনিজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান তুরস্কের
-
ইরানের তেলক্ষেত্র
ইরান ও ভেনিজুয়েলার ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তুর্কিয়ের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনে রুশ বিশেষ অভিযানকে কেন্দ্র করে বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকট মোকাবেলায় মেভলুত চাভুচুগ্লু আজ (শুক্রবার) ওই আহ্বান জানান।
জ্বালানির আকাশচুম্বি মূল্যের কারণে বিশ্বের কোটি কোটি মানুষের জীবনযাত্রার ব্যয়ও ভয়াবহ রকমে বেড়ে গেছে। এই সংকট দূর করার জন্য ভেনিজুয়েলা ও ইরানের তেল এবং প্রাকৃতিক গ্যাস বিশ্বের খুবই দরকার। কিন্তু ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে বলে মি. চাভুচুগ্লু তুর্কিয়ের দক্ষিণাঞ্চলীয় মার্সিন প্রদেশে এক সংবাদ সম্মেলনে আজ উল্লেখ করেন। তিনি বলেন: জ্বালানির মূল্য কমাতে চাইলে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তাহলে তেল ও গ্যাস উত্তোলনকারী দেশ ইরান ও ভেনিজুয়েলা বিশ্ব বাজারে তাদের পণ্য সরবরাহ করতে পারবে। কোনো দেশকে হুমকি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না বলেও তুর্কিয়ের শীর্ষ এই কূটনীতিক মন্তব্য করেন।

গত আগস্ট মাসে ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ঔজি আসছে শীতে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দেবে বলে সতর্ক করেছিলেন। সেইসঙ্গে তিনি সদিচ্ছা প্রকাশ করে বলেছিলেন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হলে তেহরান তেল রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে প্রস্তুত রয়েছে। ৪ আগস্টে তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের বৈঠকের একদিন পর জনাব ঔজি ওই মন্তব্য করেন। তিনি আরও বলেন: নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে ইরান অল্প সময়ের মধ্যে দৈনিক ২.৮ মিলিয়ন ব্যারেল (বিপিডি) তেল উৎপাদনে সক্ষম হবে।
২০১৮ সালে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আগে ইরান এই পরিমাণ তেল দৈনিক উত্তোলন করতো।#
পার্সটুডে/এনএম/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।