অক্টোবর ২২, ২০২২ ০৮:১৮ Asia/Dhaka
  • মিখাইল উলিয়ানোভ
    মিখাইল উলিয়ানোভ

মার্কিন সরকার দেশটির কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের কারণে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রাশিয়া। ওই আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ দৈনিক ইজভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন।

তিনি বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার মাধ্যমে একটি চুক্তি করার বিষয়টি এখন সম্পূর্ণ আমেরিকার ওপর নির্ভর করছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় আমেরিকা সরাসরি অংশ না নিলেও পরোক্ষভাবে অংশ নিচ্ছে। ২০১৮ সালে আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে এটি নিয়ে অচলাবস্থা তৈরি হয়।আমেরিকাকে সমঝোতাটিতে ফিরিয়ে আনার জন্য এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে বলে এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের বিষয়টি অনেকাংশে ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

উলিয়ানোভ ইজভেস্তিয়াকে আরো বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হওয়ার বিষয়টি আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ওপর নির্ভর করছে। ওয়াশিংটন ওই নির্বাচনকে সামনে রেখে আলোচনা স্থগিত ঘোষণা করেছে।

এই রুশ কূটনীতিক আশা প্রকাশ করেন শিগগিরই আমেরিকা ও ইরানের সম্মতিতে একটি চূড়ান্ত চুক্তি সই হতে পারে। পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনা এখন আমেরিকার কোর্টে রয়েছে জানিয়ে উলিয়ানোভ বলেন, আমেরিকা সদিচ্ছা দেখালে নভেম্বরের মাঝামাঝি নাগাদ একটি চুক্তি সই হতে পারে।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ