ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন না পুতিন: ক্রেমলিন
https://parstoday.ir/bn/news/world-i115008-ব্রিটেনের_নয়া_প্রধানমন্ত্রীকে_শুভেচ্ছা_জানাবেন_না_পুতিন_ক্রেমলিন
ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শুভেচ্ছা জানাবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ তথ্য জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৬, ২০২২ ১৯:৫০ Asia/Dhaka
  • পুতিন
    পুতিন

ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শুভেচ্ছা জানাবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ তথ্য জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি সাংবাদিকদের বলেছেন, ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট পুতিন শুভেচ্ছা জানাননি। কারণ ব্রিটেন হচ্ছে রাশিয়ার অবন্ধুসুলভ একটি রাষ্ট্র।

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে যেসব দেশ সবচেয়ে বেশি সমর্থন ও সহযোগিতা দিচ্ছে তাদের একটি হচ্ছে ব্রিটেন। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক দায়িত্ব নিয়েই চলমান যুদ্ধে ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা করেছেন। গতকাল (মঙ্গলবার) ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সুনাক।

ঋষি সুনাক

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, ইউক্রেনের জন্য ঋষি সুনাকের নেতৃত্বাধীন ব্রিটিশ সরকারের সমর্থন ও সংহতি আগের মতই অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।