এবারের শীতে ইউক্রেনের লোকজন ঠাণ্ডায় জমে মারা যাবে: কিয়েভের মেয়র
https://parstoday.ir/bn/news/world-i115166-এবারের_শীতে_ইউক্রেনের_লোকজন_ঠাণ্ডায়_জমে_মারা_যাবে_কিয়েভের_মেয়র
আসন্ন শীত মৌসুমে ইউক্রেনের বহু মানুষ প্রচণ্ড ঠাণ্ডায় জমে মারা যাবে যদি এখনই ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাগুলো মেরামতের ব্যাপারে পশ্চিমা দেশগুলো সহযোগিতা না করে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো গণমাধ্যায়ের কাছে এ কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩০, ২০২২ ১৩:৪৫ Asia/Dhaka
  • ইউক্রেনে তুষারপাত (ফাইল ফটো)
    ইউক্রেনে তুষারপাত (ফাইল ফটো)

আসন্ন শীত মৌসুমে ইউক্রেনের বহু মানুষ প্রচণ্ড ঠাণ্ডায় জমে মারা যাবে যদি এখনই ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাগুলো মেরামতের ব্যাপারে পশ্চিমা দেশগুলো সহযোগিতা না করে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো গণমাধ্যায়ের কাছে এ কথা বলেছেন।

বৃটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফের কাছে তিনি স্বীকার করেন, আসন্ন শীতে ইউক্রেনকে মারাত্মক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তিনি বলেন, “আমাদের জনগণ ও তাদের জীবন রক্ষার জন্য যা কিছু করা সম্ভব তা আমরা তার সবই করার চেষ্টা করছি।”

ভিতালি ক্লিচকো জানান, তার টিম এ পর্যন্ত এক হাজার মতো জেনারেটর কিনতে সক্ষম হয়েছে যা কিয়েভের বিভিন্ন পয়েন্টে তাপ উৎপাদনের ব্যবস্থা করবে। তিনি এই অবস্থাকে ভয়াবহতম খারাপ অবস্থা বলে বর্ণনা করেন।

ক্লিচকো বলেন, এই মুহূর্তে ইউক্রেনের শুধু অস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই দরকার না, বরং কম্বল, শীতের কাপড়-চোপড় ও জেনারেটর দরকার। এই ধরনের সমর্থনই এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাশিয়ার হামলার মুখে ইউক্রেন থেকে যে সমস্ত মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদেরকে দেশে না ফেরার আহ্বান জানান কিয়েভের মেয়র।

সম্প্রতি ইউক্রেনের হামলায় রাশিয়ার ক্রিমিয়া ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়। এরপর প্রতিশোধ হিসেবে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যাতে দেশটির প্রায় শতকরা ৪০ ভাগ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। এ কারণে ইউক্রেনের লোকজন আসন্ন শীতে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩০