বেতন বাড়ানোর আলোচনা ব্যর্থ: জার্মান শিল্প শ্রমিকদের ধর্মঘট শুরু
https://parstoday.ir/bn/news/world-i115196-বেতন_বাড়ানোর_আলোচনা_ব্যর্থ_জার্মান_শিল্প_শ্রমিকদের_ধর্মঘট_শুরু
জার্মানির ধাতব ও ইলেক্ট্রেনিক্স শিল্পের ৩৮ লাখ শ্রমিক ধর্মঘট শুরু করেছে। উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে সরকারের সঙ্গে বেতন-বাতা বাড়ানোর আলোচনা ব্যর্থ হওয়ার পর তারা এই ধর্মঘট শুরু করে। এর আগে ছয় সপ্তাহ ধরে আলোচনা চলে কিন্তু মতপার্থক্য কমানো যায়নি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩০, ২০২২ ২০:৪৯ Asia/Dhaka
  • জার্মানিতে শ্রমিক ধর্মঘট  চলছে
    জার্মানিতে শ্রমিক ধর্মঘট চলছে

জার্মানির ধাতব ও ইলেক্ট্রেনিক্স শিল্পের ৩৮ লাখ শ্রমিক ধর্মঘট শুরু করেছে। উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে সরকারের সঙ্গে বেতন-বাতা বাড়ানোর আলোচনা ব্যর্থ হওয়ার পর তারা এই ধর্মঘট শুরু করে। এর আগে ছয় সপ্তাহ ধরে আলোচনা চলে কিন্তু মতপার্থক্য কমানো যায়নি।

জার্মানির আইজি মেটাল ইউনিয়ন শতকরা আট ভাগ বেতন বাড়ানোর দাবি করছে। এই ইউনিয়নের আওতায় জার্মানির ২৬ হাজার গাড়ি, ইলেক্ট্রনিক্স, এবং ক্ষুদ্র শিল্পের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার শিল্প মালিকরা একবারে ট্যাক্স-ফ্রি ৩০০০ ইউরো বাড়তি বেতন হিসেবে দিতে চেয়েছেন এবং আগামী ৩০ মাসের জন্য অনির্দিষ্ট পরিমাণ বেতন বাড়ানোর কথা বলেছেন। কিন্তু এসব বিষয়ে মতৈক্য প্রতিষ্ঠিত না হওয়ায় শনিবার রাত থেকে ধর্মঘট শুরু করে শ্রমিকরা।

আগামী সপ্তাহ থেকে আরো ধর্মঘট হতে পার বলে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছে। শ্রমিক নেতারা স্বল্প সময়ের ধর্মঘটের ইঙ্গিত দিয়েছেন। আগামী ৮ নভেম্বর থেকে দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া ও ব্যাডেন-ভুরটেনবার্গ এলাকায় এই ধর্মঘট ডাকা হবে। এরপর আইজি মেটাল সিদ্ধান্ত নেবে কী ধরনের কর্মসূচি হাতে নেয়া হবে।

রাশিয়ার বিরুদ্ধে জ্বালানিসহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিতে গিয়ে জার্মানির মুদ্রাস্ফীতি এখন বেড়ে দাঁড়িয়েছে শতকরা ১১ ভাগে।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।