পোল্যান্ডের গ্রামে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর প্রত্যাখ্যান করল মস্কো
(last modified Wed, 16 Nov 2022 01:47:02 GMT )
নভেম্বর ১৬, ২০২২ ০৭:৪৭ Asia/Dhaka
  • রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু
    রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেন সীমান্ত পেরিয়ে পোল্যান্ডের একটি গ্রামে আঘাত হেনেছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো ব্যাপকভাবে যে খবর প্রচার করেছে মস্কো তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, “রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূমিতে আঘাত হেনেছে বলে পোলিশ গণমাধ্যম ও কর্মকর্তারা যে বিবৃতি দিয়েছেন তা ইচ্ছাকৃত উস্কানি ছাড়া আর কিছু নয় যার উদ্দেশ্য পরিস্থিতিকে আরো উত্তেজনাকর করে তোলা।”

গতকাল (মঙ্গলবার) পোল্যান্ডের গণমাধ্যমগুলোর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, মঙ্গলবারই সকালে ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে খাদ্যশস্য শুকানোর একটি মাঠে দুটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দুই ব্যক্তি নিহত হন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতি প্রকাশ করে বলেছে, মঙ্গলবার ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত রাশিয়া কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি কাজেই লক্ষ্যভ্রষ্ট হয়ে কোনো ক্ষেপণাস্ত্রের পোল্যান্ডে আঘাত হানা প্রশ্ন ওঠে না।

পোল্যান্ড মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য এবং এই জোটের কোনো সদস্যদেশ আক্রান্ত হলে তাকে রক্ষা করতে ন্যাটো প্রতিশ্রুতিবদ্ধ। তবে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ও পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পোল্যান্ডের ভূখণ্ডে রুশ ক্ষেপণাস্ত্র পড়ার বিষয়টি তারা নিশ্চিত হতে পারেনি।

পেন্টাগন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, ‘ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের অভ্যন্তরে দুটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে-  এমন অভিযোগ এনে প্রকাশিত সংবাদের বিষয়টি আমরা অবহিত। আমি আপনাদের বলতে পারি, এই সংবাদগুলোকে সমর্থন করার মতো কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই। আমরা বিষয়টি আরও খতিয়ে দেখছি।’#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।