ইন্দোনেশিয়ার মূল দ্বীপে ভূমিকম্পে ৪৬ জনের মৃত্যু; অনেকে নিখোঁজ
ইন্দোনেশিয়ায় আজকের ভূমিকম্পে ৪৬ জন নিহত ও ৭০০ জন আহত হয়েছে। দেশটির মূল দ্বীপ জাভায় আজ সোমবার ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা এসব কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের তথ্য অনুযায়ী, পশ্চিম জাভার সিয়ানজুর অঞ্চল ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। রাজধানী জাকার্তায়ও এই কম্পন অনুভূত হয়। আতঙ্কিত বাসিন্দারা ভবনের বাইরে নেমে আসেন। ভূমিকম্পে সিয়ানজুর শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
সেখানকার স্থানীয় প্রশাসনের প্রধান হেরমান সুহেরমান স্থানীয় কমপাস টিভিকে বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪৬ জন নিহত হয়েছেন। বিভিন্ন এলাকা থেকে হতাহত ব্যক্তিদের নিয়ে আসা হচ্ছে। প্রায় ৭০০ জন আহত হয়েছেন।
হেরমান সুহেরমান বলেন, আহত ব্যক্তিদের অধিকাংশই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে শরীরে আঘাত পেয়েছেন।
টেলিভিশনগুলোর খবরে দেখা যায়, সিয়ানজুরে কয়েকটি ভবন একেবারে ধসে পড়েছে এবং সেগুলোর ধ্বংসাবশেষ সড়কে পড়ে আছে। সুহেরমান বলেন, হতাহত ব্যক্তিদের স্বজনেরা শহরের সায়াং হাসপাতালে ভিড় করছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, শহরের বাইরে গ্রামবাসীর অনেকে এখনো ধসে পড়া বাড়িঘরে আটকা পড়ে থাকতে পারেন।
ইন্দোনেশিয়ার জনসংখ্যা প্রায় ২৭ কোটি। সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। এর ফলে প্রতি বছরই বহু মানুষের প্রাণহানি ঘটে।#
পার্সটুডে/এসএ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।