কাতার বিশ্বকাপে দাপুটে জয় দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু
দাপুটে জয় দিয়ে কাতার বিশ্বকাপে মিশন শুরু করেছে ফুটবল পরাশক্তি ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা কিংবা জার্মানির মতো দুঃস্বপ্নের মুখোমুখি হয়নি তারা। বরং রুখে দাঁড়ানো প্রতিদ্বন্দ্বী সার্বিয়াকে কায়দা করে ২-০ গোলে পরাজিত করেছে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। তবে সুযোগ সন্ধানী রিচার্লিসন দলকে গোলের ধারায় আনেন। খেলার ৬২ মিনিটের সময় প্রথম গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ৭৩ মিনিটের সময় অসাধারণ নৈপুণ্যে দ্বিতীয় গোল করেন। শত চেষ্টা করেও সার্বিয়া এই গোল শোধ করতে পারেনি। ফলে দারুন এক বিজয় নিয়ে মাঠ ছাড়েন নেইমাররা।
এদিকে, ‘জি’ গ্রুপের ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। ম্যাচের একমাত্র গোলটি আসে এমবোলোর পা থেকে। আল-জানুব স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ছিল গোলশূন্য সমতা। দ্বিতীয়ার্ধের শুরুতে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমবোলো। ৪৮তম মিনিটে ডিবক্সে কসোভান বংশোদ্ভূত উইংগার জারদান শাকিরির ক্রস থেকে ক্যামেরুনের জালে বল পাঠান তিনি। প্রতিযোগিতামূলক টানা তিন ম্যাচে গোল পেলেন এমবোলো।
অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে। এডুকেশন সিটি স্টেডিয়ামে প্রথমার্ধে উভয় দলের বল পজেশন ছিল সমান সমান ৫০ শতাংশ। তবে শুধু উরুগুয়ে অনটার্গেটে একটি শট নিতে পেরেছে কিন্তু দক্ষিণ কোরিয়া তা পারেনি।
দিনের আরেক খেলায় ঘানার বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এ ম্যাচে রোনালদো নিজে একটি গোল করে অনন্য কীর্তি গড়েছেন। এবারের বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদো টানা পাঁচটি বিশ্বকাপ খেলার গৌরব অর্জন করলেন। পাশাপাশি প্রত্যেকটিতে গোল করার রেকর্ড গড়লেন। গতকালের গোল ছিল বিশ্বকাপে তার অষ্টম আর আন্তর্জাতিক ম্যাচে ১১৮তম গোল। তার এ কীর্তির দিনে ঘানাও কম যায়নি, ম্যাচে তারা ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে।#
পার্সটুডে/এসআইবি/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।