আফগানিস্তানের মাদরাসায় বোমা বিস্ফোরণে বহু শিশুসহ নিহত ২৩, আহত ৩০
-
আফগানিস্তানে বিস্ফোরণের ফাইল ছবি
আফগানিস্তানের সামানগান প্রদেশের একটি মাদরাসায় বোমা বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই ছাত্র। তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আজ (বুধবার) জোহরের নামাজের সময় আইবাক শহরের আল-জিহাদ মাদরাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কেউ কেউ বলছেন, এটি ছিল আত্মঘাতী হামলা। তবে এখন পর্যন্ত আফগান কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।
তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে এ ধরণের একাধিক হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস।
এই সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে তালেবান সরকার চেষ্টা চালালেও সাফল্যের মাত্রা কম।
আমেরিকা ও দখলদার ইসরাইল মুসলমানদের বিরুদ্ধে শত্রুতার অংশ হিসেবে আইএস-কে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।#
পার্সটুডে/এসএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।