জেলেনস্কির প্রস্তাবের জবাব যেভাবে দিলেন দিমিত্রি পেসকভ
(last modified Wed, 14 Dec 2022 03:50:09 GMT )
ডিসেম্বর ১৪, ২০২২ ০৯:৫০ Asia/Dhaka
  • ভলোদিমির জেলেনস্কি ও দিমিত্রি পেসকভ
    ভলোদিমির জেলেনস্কি ও দিমিত্রি পেসকভ

আসন্ন ক্রিসমাসের মধ্যে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের যে আহ্বান কিয়েভ জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মস্কো বলেছে, ইউক্রেনের পুরো ভূখণ্ড যে আর দেশটির নিয়ন্ত্রণে নেই সে ‘বাস্তবতা’ এখন কিয়েভকে উপলব্ধি করতে হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সোমবার এক বক্তব্যে তার দেশ থেকে আসন্ন ক্রিসমাসের আগে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানান। তিনি শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা জি-সেভেনের শীর্ষ নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে ওই আহ্বান জানিয়ে বলেন, রাশিয়াকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে, সে গোটা বিশ্বের সঙ্গে সংঘাত চালিয়ে যাবে নাকি অবশেষে যুদ্ধ বন্ধ করবে। তিনি আরো বলেন, যে আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে তাকেই তা প্রত্যাহার করে নিতে হবে।

জেলেনস্কির ওই বক্তব্যের জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (মঙ্গলবার) মস্কোয় বলেন, সেনা প্রত্যাহারের কোনো প্রশ্নই এখন উঠবে না। তিনি আরো বলেন, বিগত দিনগুলোতে ইউক্রেনের ভৌগোলিক সীমান্তে যে পরিবর্তন এসেছে তা কিয়েভকে মেনে নিতে হবে।

পেসকভ বলেন, ইউক্রেনকে মেনে নিতে হবে যে, রুশ ফেডারেশনে নতুন কিছু ভূখণ্ড যুক্ত হয়েছে। এসব ভূখণ্ডে অনুষ্ঠিত গণভোটের ফলাফল অনুযায়ী এ পরিবর্তন এসেছে। এই ‘নতুন বাস্তবতা’ মেনে না নেয়া পর্যন্ত অন্য কোনো ক্ষেত্রে কোনো অগ্রগতি সম্ভব নয়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জেলেনস্কি যে প্রস্তাব দিয়েছেন তা সংঘাত অব্যাহত রাখারই নামান্তর।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৪

 

ট্যাগ