আফগান বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়া বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করল ওআইসি
https://parstoday.ir/bn/news/world-i117508-আফগান_বিশ্ববিদ্যালয়ে_মেয়েদের_পড়া_বন্ধের_সিদ্ধান্তের_বিরোধিতা_করল_ওআইসি
আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের শিক্ষার সুযোগ স্থগিত রাখাকে হতাশাব্যঞ্জক বলেছে ইসলামি সম্মেলন সংস্থা বা ওআইসি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২২, ২০২২ ১৭:১২ Asia/Dhaka
  • ওআইসি মহাসচিব হোসেইন ইব্রাহিম তাহা
    ওআইসি মহাসচিব হোসেইন ইব্রাহিম তাহা

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের শিক্ষার সুযোগ স্থগিত রাখাকে হতাশাব্যঞ্জক বলেছে ইসলামি সম্মেলন সংস্থা বা ওআইসি।

সংস্থার মহাসচিব হোসেইন ইব্রাহিম তাহা এক বিবৃতিতে বলেছেন, ওআইসি বিশ্বাস করে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের শিক্ষার সুযোগ স্থগিত রাখার সিদ্ধান্ত বর্তমান সরকারের গ্রহণযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে এই সিদ্ধান্তের কারণে আফগান নারীরা শিক্ষা, কর্ম ও সামাজিক ন্যায়বিচারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে।

এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ওআইসি এখনও আফগানিস্তানের বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিতে অটল থাকলেও নারী শিক্ষার বিষয়ে নেওয়া সিদ্ধান্তের নিন্দা না জানানোকে সমীচীন মনে করে না। প্রতিশ্রুতি ও বাস্তব পদক্ষেপের মধ্যে সমন্বয় ধরে রাখতে মেয়েদের শিক্ষার বিষয়ে নেওয়া এই সিদ্ধান্ত বাতিল করতে ওআইসি কাবুলের প্রতি আহ্বান জানাচ্ছে।

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান বিশ্ববিদ্যালয়ে মেয়েদের শিক্ষার সুযোগ স্থগিত রাখার পর এই বিবৃতি দিল ওআইসি। তালেবানের উচ্চ শিক্ষামন্ত্রী এক চিঠিতে বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

তিন মাস আগেই আফগানিস্তানজুড়ে হাজারো নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছেন। কিন্তু এখন হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়ার সুযোগ বন্ধ রাখার ঘোষণা দেওয়া  হয়েছে।#  

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।