রাশিয়ার বৃদ্ধাশ্রমে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২২
(last modified Sat, 24 Dec 2022 15:04:40 GMT )
ডিসেম্বর ২৪, ২০২২ ২১:০৪ Asia/Dhaka
  • রাশিয়ার বৃদ্ধাশ্রমে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২২

রাশিয়ার সাইবেরীয় শহর কেমেরভোতে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় ফায়ার সেফটি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পান। আগুন নিয়ন্ত্রণে প্রায় ২৮টি গাড়ি এবং ৮০টি দমকলকর্মী পাঠানো হয়েছিলো। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের উপর কাজ চালিয়ে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, কাঠের তৈরি ভবনের পুরো দ্বিতীয় তলা পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। স্থানীয় ফায়ার সেফটি কর্মকর্তাদের ধারণা- স্টোভ থেকে আগুনের সূত্রপাত হয়েছে, কারণ বৃদ্ধাশ্রমটি গরম রাখতে স্টোভ ব্যবহার করা হতো।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, বৃদ্ধাশ্রমটি অবৈধভাবে ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়ে আসছে।

এর আগে ২০১৮ সালে কেমেরভো শহরের একটি অবকাশ কেন্দ্রে আগুনের ঘটনায় ৩৭ শিশুসহ ৬০ জনের প্রাণহানি ঘটে।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ