বাসভর্তি অভিবাসী ঢেলে দিয়ে গেছে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাড়ির সামনে
https://parstoday.ir/bn/news/world-i117654-বাসভর্তি_অভিবাসী_ঢেলে_দিয়ে_গেছে_মার্কিন_ভাইস_প্রেসিডেন্টের_বাড়ির_সামনে
খ্রিস্টানদের বড়দিনের প্রাক্কালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের ওয়াশিংটন ডিসির বাড়ির সামনে কয়েকটি বাসভর্তি অভিবাসী ফেলে রেখে গেছে টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবোটের লোকজন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২২ ১৭:০৮ Asia/Dhaka
  • বাসভর্তি অভিবাসী ঢেলে দিয়ে গেছে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাড়ির সামনে

খ্রিস্টানদের বড়দিনের প্রাক্কালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের ওয়াশিংটন ডিসির বাড়ির সামনে কয়েকটি বাসভর্তি অভিবাসী ফেলে রেখে গেছে টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবোটের লোকজন।

অভিবাসী প্রশ্নে ক্ষমতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধীদের রিপাবলিকান দলের মধ্যে দীর্ঘদিন ধরে যে দ্বন্দ্ব চলে আসছে তার অংশ হিসেবে এই কাজ করা হয়েছে। ডেমোক্রেট দল সীমান্ত দিয়ে বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীদের আমেরিকায় প্রবেশ করাতে আগ্রহী। অন্যদিকে, রিপাবলিকানরা এর কঠোর বিরোধী।

আমেরিকায় যখন ভয়াবহ তুষারঝড় এবং হিমাঙ্কের নিচেই তাপমাত্রা তখন এইসব অভিবাসীকে কামালা হ্যারিসের বাড়ির সামনে খোলা আকাশের নিচে ফেলে রেখে যাওয়া হয়। এ সময় অনেক অভিবাসীকে শুধুমাত্র টি-শার্ট পরা অবস্থায় দেখা গেছে। পরে এসব অভিবাসীকে একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্থানীয় গির্জায় নিয়ে আশ্রয় দেয়।

এর আগেও টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবোট ডেমোক্র্যাটিক দল অধ্যুষিত বিভিন্ন স্টেইটে এধরনের অভিবাসীকে পাঠিয়েছেন। এছাড়া, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এবং অ্যারিযোনার গভর্নর ডগ ডুসি একই কাজ করেছেন।#
পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।