আফগানিস্তানে এখন মার্কিন উদ্দেশ্য বাস্তবায়ন করছে কারা?
(last modified Thu, 29 Dec 2022 10:38:26 GMT )
ডিসেম্বর ২৯, ২০২২ ১৬:৩৮ Asia/Dhaka
  • কাজেমি কৌমি
    কাজেমি কৌমি

মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে এসেছিল প্রতিবেশী দেশগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য। এটাই ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু শ্লোগান তুলেছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের।

এসব কথা বলেছেন আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান কাজেমি কৌমি।

তিনি ইরানের আল-আলম টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে আরও বলেছেন, মার্কিনীরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে আফগানিস্তান দখল করলেও তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। তারা আফগানিস্তানের চারপাশের দেশগুলোর ওপর আধিপত্য বিস্তারের পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও আল কায়েদার শক্তি বৃদ্ধি করতে চেয়েছিল। এসব সন্ত্রাসী গোষ্ঠী সরাসরি আমেরিকার প্রতিনিধিত্ব করেছে। 

কাজেমি কৌমি বলেন, আমেরিকা এখনও নানা দেশে দখলদারি ও সামরিক উপস্থিতির মাধ্যমে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো আমেরিকার পক্ষে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে।

আমেরিকা এখন আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মাধ্যমে নিজের উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে বলে জানান কাজেমি কৌমি।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ