ইউক্রেনের ওপর আবার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, অন্ধকারে ডুবে গেছে কিয়েভ
https://parstoday.ir/bn/news/world-i117786-ইউক্রেনের_ওপর_আবার_ভয়াবহ_ক্ষেপণাস্ত্র_হামলা_অন্ধকারে_ডুবে_গেছে_কিয়েভ
ইউক্রেনের ওপর আজ (বৃহস্পতিবার) আবার প্রচণ্ড ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা এবং গণমাধ্যম জানিয়েছে। এর ফলে রাজধানী কিয়েভ নতুন করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া অন্যান্য শহর বিদ্যুৎ বিঘ্নতার মুখে পড়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২২ ১৮:০৩ Asia/Dhaka
  • মধ্য ইউক্রেনে আংশিকভাবে ধ্বংস হওয়া একটি উচ্চ-ভোল্টেজের বিদ্যুৎস্টেশন
    মধ্য ইউক্রেনে আংশিকভাবে ধ্বংস হওয়া একটি উচ্চ-ভোল্টেজের বিদ্যুৎস্টেশন

ইউক্রেনের ওপর আজ (বৃহস্পতিবার) আবার প্রচণ্ড ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা এবং গণমাধ্যম জানিয়েছে। এর ফলে রাজধানী কিয়েভ নতুন করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া অন্যান্য শহর বিদ্যুৎ বিঘ্নতার মুখে পড়েছে।

আজ সকালের দিকে পুরো রাজধানী জুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। তার কিছুক্ষণের মধ্যেই শহরের বিভিন্ন অংশে প্রচণ্ড রকমের বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন- রাজধানী কিয়েভ, ওডেসা, খারকিভ ও দিনেপ্রোপেত্রোভস্ক-সহ কয়েকটি শহরে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভূপতিত করার চেষ্টা করে।

খারকিভের মেয়র ইগোর তেরেকভ জানিয়েছেন, রাশিয়ার কয়েকটি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। খারকিভ অঞ্চলের প্রধান ওলেগ সিনেগুবভ জানিয়েছেন, চারটি ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করেছে।

ওডেসার গভর্নর জানিয়েছেন, বিদ্যুৎ স্থাপনায় রাশিয়ার হামলার কারণে প্রদেশের একটা অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো শহরের বাসিন্দাদের সম্ভাব্য বিদ্যুৎ বিচ্ছিন্নতার বিষয়ে সতর্ক করেছেন এবং তাদেরকে পানি সংগ্রহ ও মোবাইলসহ প্রয়োজনীয় ডিভাইসে চার্জ দিয়ে রাখার পরামর্শ দিয়েছেন। এছাড়া, লাবিব শহরের মেয়র আন্দ্রে সাদোভয় জানিয়েছেন, শহরের শতকরা ৯০ ভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক উপদেষ্টা মিখাইল পদোলিয়াক এক টুইট বাড়তে জানিয়েছেন, ইউক্রেনকে লক্ষ্য করে মস্কো অন্তত ১২০টি ক্ষেপাণাস্ত্র ছুঁড়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৯