হামাস লড়াই থেকে পিছু হটবে না: ফরেন অ্যাফেয়ার্স
https://parstoday.ir/bn/news/world-i153088-হামাস_লড়াই_থেকে_পিছু_হটবে_না_ফরেন_অ্যাফেয়ার্স
পার্সটুডে- আমেরিকার সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স লিখেছে, হামাস ইসরায়েলের বিরুদ্ধে লড়াই থেকে পিছু হটবে না।
(last modified 2025-10-16T13:40:48+00:00 )
অক্টোবর ১৬, ২০২৫ ১৮:৩৭ Asia/Dhaka
  • হামাস লড়াই থেকে পিছু হটবে না: ফরেন অ্যাফেয়ার্স

পার্সটুডে- আমেরিকার সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স লিখেছে, হামাস ইসরায়েলের বিরুদ্ধে লড়াই থেকে পিছু হটবে না।

মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স এক বিশ্লেষণে আরও লিখেছে, ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপটি কঠিন কিছু সমস্যার মুখোমুখি হবে, যার মধ্যে হামাসের নিরস্ত্রীকরণ ও ফিলিস্তিনের ভবিষ্যৎ সরকারের কাঠামো নির্ধারণ।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, অতীত অভিজ্ঞতা বিবেচনায় নিলে এটা বলা যায় হামাস তার রাজনৈতিক ও সামরিক অবস্থান রক্ষা করতে প্রাণপণ লড়াই করবে।

এই সাময়িকী আরও বলেছেন, হামাস আগের মতোই নতুন যোদ্ধা নিয়োগ করবে এবং নিজের তৈরি বা প্রাপ্ত অস্ত্রে তাদের সজ্জিত করবে। সহজভাবে বলা যায়, যদিও হামাস প্রথম দফার যুদ্ধবিরতিতে অংশ নিয়েছে, কিন্তু তাদের লড়াই থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই।

ফরেন অ্যাফেয়ার্স আরও লিখেছে, ইসরায়েলের অন্যতম উদ্বেগ হলো, বর্তমান বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে এমন কেউ থাকতে পারে যিনি ভবিষ্যতে তাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে। যেমনিভাবে ইয়াহিয়া সিনওয়ার ২০১১ সালে বন্দি বিনিময়ের মাধ্যমেও মুক্তি পেয়েছিল। তারা আশঙ্কা করছে, হামাসের নেতৃত্ব নতুন প্রজন্মের হাতে যেতে পারে- যাদের অনেকেই ইসরায়েলি কারাগারে কাটানোর কারণে ইয়াহিয়া সিনওয়ারের মতো আরও প্রেরণাদীপ্ত ও কৌশলী হয়ে উঠতে পারে।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।