রাকসুতে ভিপি–এজিএসসহ ২৩ পদের ২০টিতেই ছাত্রশিবিরের ভূমিধস জয়
https://parstoday.ir/bn/news/event-i153108-রাকসুতে_ভিপি_এজিএসসহ_২৩_পদের_২০টিতেই_ছাত্রশিবিরের_ভূমিধস_জয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সহকারী সাধারণ সম্পাদকসহ (এজিএস) মোট ২৩টি পদের ২০টিতেই ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ বিজয় লাভ করেছে। পাশাপাশি ছাত্রদের ১১টি হল সংসদের সবকটিতেই ভিপি, জিএস, এজিএসসহ প্রায় সকল পদে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ১৭, ২০২৫ ০৯:২৬ Asia/Dhaka
  • রাকসুতে ভিপি–এজিএসসহ ২৩ পদের ২০টিতেই ছাত্রশিবিরের ভূমিধস জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সহকারী সাধারণ সম্পাদকসহ (এজিএস) মোট ২৩টি পদের ২০টিতেই ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ বিজয় লাভ করেছে। পাশাপাশি ছাত্রদের ১১টি হল সংসদের সবকটিতেই ভিপি, জিএস, এজিএসসহ প্রায় সকল পদে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সহকারী সাধারণ সম্পাদকসহ (এজিএস) মোট ২৩টি পদের ২০টিতেই ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ বিজয় লাভ করেছে। পাশাপাশি ছাত্রদের ১১টি হল সংসদের সবকটিতেই ভিপি, জিএস, এজিএসসহ প্রায় সকল পদে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। 

ছাত্রীদের ৬টি হলের সবকটিতেও ভিপি, জিএস, এজিএসসহ প্রায় সকল পদেই ছাত্রী সংস্থার প্রার্থীরা বিজয় অর্জন করেছেন। এছাড়া, সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে সিনেটে ৩ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৯ হাজার ২৯০। আর ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের তাসিন খান পেয়েছেন ১ হাজার ৬২১ ভোট। 

জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৫৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট। আর ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের নাফিউল ইসলাম জীবন পেয়েছেন ১ হাজার ৩২৮ ভোট।

এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে প্রতিদ্বন্দ্বিতা করে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ৯৭৫টি। তাঁর নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস (এষা) পেয়েছেন ৫ হাজার ৯৫১ভোট। আর স্বতন্ত্র প্রার্থী সজিবুর রহমান পেয়েছেন ২ হাজার ৯০৭ ভোট।

এছাড়া পাঁচ সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন—মোস্তাকুর রহমান জাহিদ, সালাহউদ্দিন আম্মার, ফাহিম রেজা, আকিল বিন তালেব ও এস এম সালমান সাব্বির।

ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে জয়ী অন্যরা হলেন—সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে আবু সাঈদ মুহাম্মাদ নুন (সামি), সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে জায়িদ হাসান জোহা, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক পদে সাইয়িদা হাফছা, সহকারী মহিলাবিষয়ক সম্পাদক পদে সামিয়া জাহান, তথ্য ও গবেষণা সম্পাদক পদে বি এম নাজমুছ সাকিব, সহকারী তথ্য ও গবেষণা পদে সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে মো. মুজাহিদুল ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে আসাদুল্লাহ গালিব, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম সাঈম, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ইমরান লস্কর, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে মো. নয়ন হোসেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মাসুদ, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ পদে মাসুমা ইসরাত মুমু। নির্বাহী সদস্য পদের চারটিতেই জয়ী হয়েছেন শিবিরের মো. দীপ মাহবুব, সুজন চন্দ্র, মো. ইমজিয়াউল হক কামালি এবং এ বি এম খালেদ।

আরও পড়ুন: চাকসু নির্বাচনে ২৬ পদের ২৪টিতেই ছাত্রশিবির প্যানেলের জয়, এজিএস ছাত্রদলের

আজ শুক্রবার সকাল ৮টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান ফলাফল ঘোষণা করেন। একে একে মুন্নুজান হল, রোকেয়া হল, তাপসী রাবেয়া হল, খালেদা জিয়া হল, রহমতুনেসা হল, জুলাই ৩৬ হল, শেরেবাংলা ফজলুল হক হল, শাখ মাখদুম (এসএম) হল, নওয়াব আব্দুল লতিফ হল, সৈয়দ আমীর আলী হল, শহীদ শামসুজ্জোহা হল, শহীদ হবিবুর রহমান হল, মতিহার হল, মাদার বখস হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, শহীদ জিয়াউর রহমান হল ও বিজয় ২৪ হলের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।  

নির্বাচনে ১০টি প্যানেলসহ রাকসুর ২৩ পদে ২৪৭ জন, হল সংসদে ১৫ পদে ১৭টি হলে ৫৯৭ প্রার্থী এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫ পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন ও ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে ছয়টি নারী হলে ভোট পড়ার হার ৬৩ দশমিক ২৪ শতাংশ।#

পার্সটুডে/এমএআর/১৮