৩ ক্ষেপণাস্ত্র ছুড়ে ২০২২ সালকে বিদায় জানাল উত্তর কোরিয়া
-
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র (ফাইল ছবি)
২০২২ সালের শেষ দিন আজ তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী দাবি করেছে, আজ সকাল আটটার দিকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে। পিয়ংইয়ংয়ের দক্ষিণের নর্থ হোয়ানঘায়ে প্রদেশ থেকে এগুলো ছোড়া হয়।
দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় উত্তর কোরিয়া ড্রোন ওড়ানোর পাঁচ দিনের মাথায় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটল। জয়েন্ট চিফ অব স্টাফ আরও বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত উড়েছে। এর আগে জাপানের কোস্টগার্ড বলেছে, একটি ক্ষেপণাস্ত্র সাগরে পড়েছে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগের যেকোনো বছরের চেয়ে উত্তর কোরিয়া চলতি বছর বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
মে মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলের নেতৃত্বাধীন রক্ষণশীল সরকার ক্ষমতা গ্রহণের পর সিউল ও পিয়ংইয়ংয়ের মধ্যকার সম্পর্কের অবনতি হতে থাকে। দক্ষিণ কোরিয়ার নতুন সরকার উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সংকল্প করে।
চলতি সপ্তাহে দুই দেশের সীমান্তে উত্তর কোরিয়ার ওড়ানো পাঁচটি ড্রোন ভূপাতিত করতে না পারায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী ক্ষমা চেয়েছে। ড্রোনগুলোর একটি সিউলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী গুলি ছুড়েছে। ড্রোনগুলো ভূপাতিত করতে যুদ্ধবিমান ও আক্রমণকারী হেলিকপ্টার উড়িয়েছে। কিন্তু তাতেও কাজ হয়নি।#
পার্সটুডে/এসএ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।