ফিলিস্তিনি রাষ্ট্রকে শিগগিরই স্বীকৃতি দেবে গ্রিস
(last modified Sun, 12 Jun 2016 06:58:46 GMT )
জুন ১২, ২০১৬ ১২:৫৮ Asia/Dhaka
  • ফিলিস্তিনি রাষ্ট্রকে শিগগিরই স্বীকৃতি দেবে গ্রিস

গ্রিসের ক্ষমতাসীন সিরিজা পার্টির আইনপ্রণেতারা ফিলিস্তিনি রাজনৈতিক নেতাদের বলেছেন, এথেন্স শিগগিরই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিবে।

সিরিজা পার্টির সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে ফিলিস্তিনি আইন পরিষদ বা পিএলসি’র রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সময়ে এ কথা জানানো হয়। গতকাল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরের রামাল্লা শহরে এ বৈঠক হয়েছে। গ্রিক আইণপ্রণেতারা বলেছেন, এথেন্স সরকার শিগিগিরই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। পিএলসি’র বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

অবশ্য গ্রিক আইনপ্রণেতরা স্বীকৃতি দেয়ার বিষয়ে সঠিক সময়সীমা সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করেন নি। গত ডিসেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে গ্রিস সংসদ। গ্রিক সংসদের বিশেষ অধিবেশনে এ প্রস্তাব পাস করা হয়। গ্রিক সংসদের এ বিশেষ অধিবেশনে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস এবং গ্রিক প্রধানমন্ত্রী আলেক্সি সির্পাস যোগ দিয়েছিলেন।#

পার্সটুডে/মূসা রেজা/১২

 

 

ট্যাগ