জানুয়ারি ০৫, ২০২৩ ১৯:৩৬ Asia/Dhaka
  • গুলিবিদ্ধ আটটি মরদেহ উদ্ধার
    গুলিবিদ্ধ আটটি মরদেহ উদ্ধার

আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউটাহ অঙ্গরাজ্যের একটি বাড়ি থেকে এক পরিবারের গুলিবিদ্ধ আটটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ইউটা অঙ্গরাজ্যের ইনোচ সিটিতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

বেশ কয়েকদিন ধরে ওই পরিবারের লোকজনের কোন রকমের সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা বাড়িটির অবস্থা তদন্ত করে দেখার জন্য পলিশকে খবর দেয় এবং পুলিশ ওই বাড়িতে পৌঁছে আট সদস্যের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ গুলোর মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক এবং পাঁচটি শিশু রয়েছে।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, এ ঘটনায় আশপাশের লোকজনের জন্য কোনো ধরনের হুমকি নেই এবং হত্যাকারীও বেঁচে নেই। সিটি পুলিশ কর্মকর্তা রব ডোস্টন সাংবাদিকদের বলেন, “আমরা জানি না কেন এই ঘটনা ঘটেছে এবং এ ব্যাপারে আমরা কোনো অনুমানও করব না। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকটি সংস্থা তদন্তে সহযোগিতা করছে।” তদন্ত প্রতিবেদন হাতে পেতে কয়েকদিন লেগে যাবে বলে জানান তিনি।
ইনোচ সিটিতে ৮ হাজার মানুষের বসবাস রয়েছে এবং এটি সল্টলেক সিটি থেকে ২৫০ মাইল দক্ষিণে অবস্থিত।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ