বাসিজ জওয়ানের ঘাতকদের প্রতি সমর্থন
ইরানে ২ ঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে আমেরিকার মায়াকান্না
ইরানের সাম্প্রতিক দাঙ্গার সময় স্বেচ্ছাসেবী বাহিনী ‘বাসিজ’-এর এক জওয়ানকে হত্যাকারী দুই ঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন সরকার। জো বাইডেন প্রশাসন এই মৃত্যুদণ্ড কার্যকর করার কারণে তেহরানের বিরুদ্ধে আরো বেশি চাপ প্রয়োগ করা হবে বলে হুমকি দিয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস গতকাল (শনিবার) ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে দাবি করেছেন, দাঙ্গাকারীদের দমন করার কৌশল হিসেবে ওই দুই ঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি বলেন, “আমরা এই সাজানো বিচার এবং মোহাম্মাদ মাহদি কারামি ও মোহাম্মাদ হোসেইনির মৃত্যুদণ্ড কার্যকর করার তীব্র নিন্দা জানাচ্ছি।”
এর আগে ইরানের বিচার বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতায় বাসিজ জওয়ান সাইয়্যেদ রুহুল্লাহ আজামিয়ানকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করে একদল দাঙ্গাকারী। ওই হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি মোহাম্মাদ মাহদি কারামি ও সাইয়্যেদ মোহাম্মাদ হোসেইনির মৃত্যুদণ্ড গতকাল (শনিবার) কার্যকর করা হয়।
গত ৩ নভেম্বর রাজধানী তেহরানের অদূরে কারাজ শহরের কাছে দাঙ্গাকারীরা তেহরান-কাজভিন মহাসড়ক অবরোধ করে। তারা ইট, পাথর, গাছের গুঁড়িসহ অন্যান্য জিনিস দিয়ে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে মহাসড়কের দুই দিকে কয়েক কিলোমিটার পর্যন্ত ট্র্যাফিক জ্যাম সৃষ্টি হয়।
এ সময় নিরস্ত্র বাসিজ জওয়ান সাইয়্যেদ রুহুল্লাহ আজামিয়ান আরো কিছু মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবন্ধকতা সরিয়ে মহাসড়কটি খুলে দেয়ার চেষ্টা করেন। কিন্তু দাঙ্গাকারীরা আজামিয়ানের শরীরে বাসিজ বাহিনীর পোশাক দেখে তার ওপর হামলা চালায় এবং তাকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করে। মার্কিন সরকার ওই নির্মম হত্যাকাণ্ডের বিষয়টি এড়িয়ে গিয়ে কথিত মানবাধিকার রক্ষার অজুহাতে ঘাতকদের শাস্তি দেয়ার বিষয়টিকে বড় করে তুলে ধরার চেষ্টা করছে।#
পার্সটুডে/এমএমআই/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।