জানুয়ারি ১৯, ২০২৩ ০৯:৪৬ Asia/Dhaka
  • ইউক্রেনে আমাদের বিজয় সুনিশ্চিত; বিন্দুমাত্র সন্দেহ নেই: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের সমরাস্ত্র উৎপাদনকারী শিল্প কমপ্লেক্সগুলোর উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে। এসব কমপ্লেক্স থেকে প্রস্তুত সমরাস্ত্র ইউক্রেন যুদ্ধ জয়কে রাশিয়ার জন্য ‘অবশ্যম্ভাবী’ করে তুলবে বলেও তিনি মন্তব্য করেছেন।

পুতিন গতকাল (বুধবার) সেন্ট পিটার্সবার্গের একটি সামরিক স্থাপনা পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করে। ওই স্থাপনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মিত হয়।রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলমান থাকায় দেশের সমরাস্ত্র উৎপাদন বাড়িয়ে দেয়া হয়েছে।

পুতিন বলেন, “রাশিয়ার জনগণের মধ্যে বিদ্যমান ঐক্য ও সংহতি, রুশ যোদ্ধাদের বীরত্ব এবং সামরিক-শিল্প কারখানাগুলোর কর্মচাঞ্চল্য [ইউক্রেন যুদ্ধে] আমাদের বিজয়কে অনিবার্য করে তুলবে।” রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে পাশ্চাত্য-সমর্থিত সংঘাতে রাশিয়ার বিজয়ের অন্যতম কারণ হবে সমরাস্ত্রের উৎপাদন বৃদ্ধি। তিনি জোর দিয়ে বলেন, “আমাদের বিজয় সুনিশ্চিত। এ ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।”

একই দিন সেন্ট পিটার্সবার্গে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের এক সমাবেশে পুতিন বলেন, পদ্ধতিগত বৈষম্যের শিকার ইউক্রেনের রুশ বংশোদ্ভূত ও রুশ ভাষাভাষি জনগণকে রক্ষা করতে রাশিয়া সেখানে লড়াই করছে।#

পার্সটুডে/এমএমআই/১৯

ট্যাগ