ইউরোপীয় দেশগুলোর তীব্র নিন্দা জানালেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াহিদি
https://parstoday.ir/bn/news/world-i118626-ইউরোপীয়_দেশগুলোর_তীব্র_নিন্দা_জানালেন_ইরানের_স্বরাষ্ট্রমন্ত্রী_ওয়াহিদি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করার ইউরোপীয় প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি। তিনি বলেছেন, এই প্রচেষ্টার মাধ্যমে ইউরোপীয়রা তাদের মানসিক ও রাজনৈতিক দুর্বলতার পরিচয় দিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ১৯, ২০২৩ ০৯:৫১ Asia/Dhaka
  • ইউরোপীয় দেশগুলোর তীব্র নিন্দা জানালেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াহিদি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করার ইউরোপীয় প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি। তিনি বলেছেন, এই প্রচেষ্টার মাধ্যমে ইউরোপীয়রা তাদের মানসিক ও রাজনৈতিক দুর্বলতার পরিচয় দিয়েছে।

তিনি গতকাল (বুধবার) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল এ মন্তব্য করেন।

ইউরোপীয় পার্লামেন্টে গতকাল (বুধবার) একটি বিল পাস করে ইউরোপীয় পরিষদের প্রতি এই আহ্বান জানিয়েছে যে, আইআরজিসির ওপর আরোপিত নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করা না হয়। সেইসঙ্গে এই বাহিনীর ও তার সঙ্গে সংশ্লিষ্ট সকল অঙ্গ সংগঠনকে যেন ‘বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

ইউরোপীয় পার্লামেন্টের ওই ভোটাভুটি সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আইআরিজিসি আগের মতো কঠিনভাবে তার পথচলা অব্যাহত রাখবে।”

ওয়াহিদি বলেন, ইরানের এই এলিট ফোর্সকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থি। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলের বেশিরভাগ নাগরিক উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ নির্মূলে আইআরজিসির অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তারা আইআরজিসি ও এর কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির কাছে নিজেদেরকে ঋণী মনে করে।  

এদিকে বুধবার ইরানের প্রভাবশালী সংসদ সদস্য মোহাম্মাদ ইসমাইল কাওসারি আইআরজিসির ব্যাপারে ওয়াশিংটন ও তেল আবিবের ষড়যন্ত্রের ফাঁদে পা না দেয়ার জন্য ইউরোপীয় সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপীয়রা এ ধরনের সিদ্ধান্তের পরিণতি ভোগ করার সামর্থ্য রাখে না।#

পার্সটুডে/এমএমআই/১৯